বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল বনা♌ম পিয়ালরেস স্পোর্টস ক্লাবের কলকাতা লিগের ম্যাচ। প্রবল বর্ষণের জন্য বাতিল ম্যাচ। গত তিন দিন ধরেই কলকাতায় এক নাগাড়ে বৃষ্টি পড়ে আসছে, ফলে এই প্রথম নয়। এর আগেও ম্যাচ মাঝপথে থেমে যাওয়া বা পরিত্যক্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে। একদিন আগেই আইএফএকে কাঠগড়ায় 𝐆তুলেছিল ছোট ক্লাবের কর্তারা। বৃষ্টিতে কাদা মাঠে ম্যাচ খেলতে গিয়ে এক ফুটবলারের আঘাত লাগে বলে জানা গেছিল, তাঁর সিন বোন ভেঙে যায় বলেও খবর প্রকাশ্যে এসেছিল। এবার ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস স্পোর্টস ক্লাবের ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা কর হল। অবশ্য এই ম্যাচ পরে কবে অনুষ্ঠিত হবে, তাও অল্প সময়ের মধ্যেই ঘোষণা করে দিল আইএফএ।
আরও পড়ুন-শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে🃏 অভিযোগ দায়ের…
শনিবার কলকাতার লিগের এই ম্যাচ খেলতে নির্ধারিত সময় ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত হয়েছিলেন দুই দলের ফুটবলাররাই। নির্ধারিত সময়ের পর প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন রেফারি। দেখা যায়, বৃষ্টির কমার সম্ভাবনা নেই। একই সঙ্গে আলো কমতে তাকে। এরপর বৃষ্টির জেরে মাঠের কয়েকটি কোনে জল জমতে দেখা যায়, তখনও বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করা যায়নি। আর বৃষ্টি থামার পর জল সরিয়꧋ে ম্যাচ শুরু করে তা আলো থাকতে থাকতে শেষ করা যেত না। ফলে রেফারিরা কোনওরকম ঝুঁকি না নিয়ে এদিনের মতো ম্যাচ বাতিল ঘোষণা করে দেন। আইএফএও রিম্যাচের দিন ঘোষণা করে দিল।
আরও পড়ুন-বিশ্বক্রিকেটে বিরল ঘটন🐻া! শ্রীলꦫঙ্কায় ৬দিন ধরে চলবে টেস্ট ম্যাচ!খেলবে নিউজিল্যান্ড…
শনিবার খেলা বাতিল হওয়ায়, রবিবার দুুপুর একটার সময় ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস স্পোর্টস ক্লাবের ম্যাচ দেওয়া হয়েছে। আসলে আগে আগে ম্যাচ শুরু করা গেলে বৃষ্টির জন্য ম্যাচে বিঘ্ন ঘটলেও তা শেষ করা যাবে অন্তত। সেই লক্ষ্যেই ম্যাচ শুরু হবে রবিবার দুপুর ১টায়, ইস্টবেঙ্গল মাঠে। এদিনের ম্যাচের সময়💟 প্রবল বজ্র বিদ্যুৎও দেখা যায়।
🍒আরও পড়ুন-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্র🌺েকারে ৬-৫ গোলে জয়
এর আগে মহমেডান বনাম সুরুচি সঙ্ঘ ম্যাচে সাদা কালো শিবির পিছিয়ে ছিল একটিꦰ ম্যাচে, সেই ম্যাচও মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আইএফএ এতদিন দুপুর তিনটেয় ম্যাচ শুরু করলেও প্রবল বৃষ্টি এবং খারাপ আলো যাতে খেলা বাতিলের কারণ হয়ে দাঁড়িয়ে লিগের ফিক্সচারে প্রভাব না ফেলে, সেই জন্য ম্যাচের সময় লিগের বাকি ম্যাচেও এগিয়ে আনতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।