বরাবরই ফুটবলের একটি বিতর্কিত চরিত্র আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ꦍ২০২২ বিশ্বক🧜াপ জয়ের পর গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার সময় তাঁর আজব ভঙ্গিমায় ছবি তোলার কায়দা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এবার ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচেও ফের একবার শিরোনামে চলে এলেন এমি।
কলম্বিয়ার বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্তিনা। এক ক্যামেরাম্যান অভিযোগ করেন, ম্যাচ হারার পরে মেজাজ হারিয়ে তাঁকে সপাটে চড় মারেন আর্জেন্তাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। একটি ভাইরাল ভিডিয়োতেও দেখা যাচ্ছে এমিকে ম্যাচ শেষে ক্যামেরায় আঘাত করতে। কারাকল টেলিভিশন এবং আরসিএন ডিপোর্টেস-এর সেই ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরে💜 জানান আর্জেন্তাইন গোলকিপার তাঁকে ‘থাপ্পড়’ মেরেছিলেন।
জ্যাকসন বলেন, ‘যখন আর্জেন্তাইন গোলরক্ষক প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করছিলেন তখন আমি ক্যামেরাটি তা💦ঁর দিকে করে রেখেছিলাম। তখন তিনি আমাকে চড় মেরেছে। আমার রাগ হয়েছিল, খুব রাগ হচ্ছিল। আমি আমার কাজ করছিলাম, ঠিক তিꦑনি যেমন তাঁর কাজ করছিলেন’।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন। 𒐪এমির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে ফিফা﷽র কাছে। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘ফিফা মিস্টার এমিলিয়ানো ডিবু মার্টিনেজের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক নিষেধাজ্ঞা জারি করুক। উনি নতুন প্রজন্মের জন্য কোনও আদর্শ হতেই পারেন না’।
যদিও পরবর্তীতে জানা যায় জ্যাকসন অ্যাস্টন ভিলার গোলরক্ষককে একটি সমঝোতামূলক বার্তা পাঠিয়েছিলেন। তিনি বার্তায় বলেন, ‘দিবু, আমার ভাই, কেমন আছেন? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আপনি যেই ক্যামেরাম্যা🐼নকে মেরেছিলেন। আমি আপনাকে বলতে চাই, সব✤ ভালো এবং ঠিক আছে আমার ভাই। প্রত্যেকেই তাদের জীবনে কোনও না কোনও ম্যাচে পরাজিত হতে হয়। আমি বুঝতে পারছি এই পরাজয় আপনার কাছে অনেক বড় বিষয়। তবুও বলব সেটি ভুলে সামনের দিকে এগিয়ে চলুন এবার’।
প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল আর✨্জেন্তিনা এবং কলম্বিয়া। সেই ম্যাচে ২-১ ব্যবধানে আর্জেন্তিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল হারের মধুর প্রতিশো♏ধ নেয় কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল দু'টি করেন মসকুয়েরা এবং রড্রিগেজ। অন্যদিকে আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস গঞ্জালেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।