এই বছর সুইডেন সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। স্পেনকে আটকে দেওয়ার পর শুক্রবার আবার স্লোভাকিয়াকে হারিয়ে তারা স্পেনের লড়াই আরও কঠিন করে দিল। এ দিন ১-০ জয় পা🤪য় সুইডেন। পরের পর্বে যাওয়ার জন্য তারা অনেকটাই এগিয়ে গেল।
আগের ম্যাচে পোল্যান্🍬ডকে হারিয়ে বাড়তি অক্সিজেন পেয়েছিল স্লোভাকিয়া। কিন্তু সেটা কোনও কাজে এল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ দিন শেষ হাসি হাসে সুইডেনই। যদিও প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণের ঝড় তুলেছিল। বল পজেশনে স্লোভাকিয়া কিছুটা হলেও সুইডেনের থেকে এগিয়ে ছিল। তবে তিন ⛦পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সুইডেন।
বল ক্লিয়ার করতে গিয়ে সুইডেনের স্ট্রাইকার ইসাককে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন স⛦্লোভাকিয়ার গে൩ালকিপার মার্টিন দুবরাওকা। স্বভাবতই পেনাল্টি দেয় রেফারি। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি এমিল ফর্সবার্গ।
এই গোলের পর অবশ্য আরও তেতে ওঠে সুইডেন। তারা আরও সুযোগ তৈরি করার চেষ্টা করে। তবে সেগুলি কাজে লাগাতে পারেননি তারা। স্লোভাকিয়াও শেষ পর্যন্ত গোলশোধ করতে পারেনি। এই ম্যাচ হেরে কিছুটা হলে𒀰ও চাপে পড়ে গেল স্লোভাকিয়া।
শুক্রবার স্লোভাকিয়াকে হারিয়ে কিন্তু ‘ই’ গ্রপের লড়াই জমিয়ে দিল সুইডেন। এখন ‘ই’ গ্রপের লিগ টেবলের যা পরিস্থিতি তাতে বেশ চাপে পড়ে গিয়েছে স্পেন। দু'ম্যাচে স🦩ুইডেনের এখন চার পয়েন্ট। আগের ম্যাচে তারা স্পেনের সঙ্গে ড্র করেছিল। স্লোভাকিয়ার আবার দু'ম্যাচে ৩ পয়েন্ট। স্পেনের সঙ্গে এখনও খেলা বাকি। স্পেনের এক ম্🔯যাচে ১ পয়েন্ট। আর পোল্যান্ডও একটাই ম্যাচ খেলেছে। সেই ম্যাচে তারা হেরেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।