ইউরো গ্রুপ লিগের ম্যাচে মাঠে মুখোমুখি সুইডেন-পোল্যান্ড। ঘড়ির কাটায় তখন ম্যাচের বয়স মাত্র ৮১ সেকেন্ড। ২ মিনিটও খেলা ♈গড়ায়নি। সেন্ট পিটার্সবার্গ🦩ের মাঠে কিছু বুঝে ওঠার আগেই এমিল ফর্সবার্গের গোলে ১-০ ফলে পিছিয়ে যায় পোল্যান্ড। এই গোল করে চলিত ইউরো কাপের দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেললেন সুইডেনের এমিল ফর্সবার্গ।
ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড রয়েছে রাশিয়ার ফুটবলার দিমিত্রি কিরিচেঙ্কোর নামে। ২০০৪ সালে ২০শে জুন ইউরꦰোতে গ্রিসের বিরুদ্ধে ৬৭ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে রাশিয়া গ্রিসের বিরুদ্ধে ২-১ জিতেও ছিꩲল। প্রায় ১৭ বছর পরে ১৫ সেকেন্ডের জন্য দিমিত্রির রেকর্ড স্পর্শ করতে পারলেন না সুইডেনের এমিল ফর্সবার্গ। ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেছেন সুইডেনের এমিল ফর্সবার্গ। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮১ সেকেন্ডে গোল করেন তিনি।
বুধবার পোলান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে সুইডেন। ম্যাচে ২টি গোল করেছিলেন ফর্সবার্গ। ইশাকের কাছ থেকে বল কেড়ে 🐼নিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট মারেন ফর্সবার্গ। বল গোলে ঢোকে। প্রথম গোল পায় সুইডেন। যা ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল হিসাবে জায়গা পেয়েছে। সঙ্গে চলতি ইউরোর দ্রুততম গোলে জায়গা পেয়েছে। ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে ফর্সবার্গ পা থেকে। তবে ৮৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেন রবার্ট লেওয়ানডস্কি। তবুও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভিক্টর ক্লাসেনের গো♈লে জয় পেয়েছিল সুইডেন।
শেষ ষোলোয় সুইডেন খেলবে ইউক্রেনের বিরুদ𒉰্ধে। ইউরোতে ইতিমধ্যে ৩টি গোল করে ফেলেছেন ফর্সবার্গ। পোল্যান্ড ছাড়াও স্লোভাকিয়ার বিরদ্ধে গোল পেয়েছিলেন এমিল ফর্সবার্গ। চলতি ইউরোতেই ইউরোর তৃতীয় দ্রুততম গোল হয়েগেছে। পার্কেন স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচে ডেনমার্ক ও বেলজিয়ামের ম্যাচে ১মিনিট ৩৯ সেকেন্ডে গোল করে এই রেকর্ড করেছেন ডেনমার্কের ২৭ বছরের স্ট্রাইকার ইউসুফ ইউরারি পলসেন। তবে সেই ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে হেরে যায় ডেনমার্ক।
বুধবার পোলান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে সুইডেন। ম্যাচে ২টি গোল করেছিলেন ফর্সবার্গ। ইশাকের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট মারেন ফর্সবার্গ। বল গোলে ঢোকে। প্রথম গোল পায় সুইডেন। যা ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল হিসাবে জায়গা পেয়েছে। সঙ্গে চলতি ইউরোর দ্রুততম গোলে জায়গা পেয়েছে। ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে ফর্💎সবার্গ পা থেকে। তবে ৮৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেন রবার্ট লেওয়ানডস্কি। তবুও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভিক্টর ক্লাসেনের গোলে জয় পেয়েছিল সুইডেন।
শেষ ষোলোয় সুইডেন খেলবে ইউক্রেনের বিরুদ্ধে। ইউরোতে ইতিমধ্যে ৩টি গোল করে ফেলেছেন ফর্সবার্গ। পোল্যান্ড ছাড়াও স্লোভাকিয়ার বিরদ্ধে গোল পেয়েছিলেন এমিল ফর্সবার্গ। চলতি ইউরোতেই ইউরোর তৃতীয় দ্রুততম গোল হয়েগেছে। পার্কেন স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচে ডেনমার্ক ও বেলজিয়ামের🅺 ꧒ম্যাচে ১মিনিট ৩৯ সেকেন্ডে গোল করে এই রেকর্ড করেছেন ডেনমার্কের ২৭ বছরের স্ট্রাইকার ইউসুফ ইউরারি পলসেন। তবে সেই ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে হেরে যায় ডেনমার্ক। |#+|
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।