তিনিই ভারতীয় ফুটবলের সর্বনাশের মূলে। তাঁর জন্যই ভারতীয় ফুটবল ডুবে রয়েছে অন্ধকারে। অল ইন্ডিয়া ফুটব꧙ল ফেডারেশনকে 🌱নির্বাসিত করেছে ফিফা। তার পর থেকে অবশ্য কোনও রকম উচ্চবাচ্য করেননি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। তবে সোমবার তিনি অবশেষে মুখ খুললেন।
এ দিন প্রফুল্ল প্যাটেল সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রাখেন। তিনি জানিয়ে🃏ছেন, ইতিমধ্যেই তিন বার ফেডারেশনের সভাপতি থাকায়, স্বাভাবিক নিয়মেই তিনি আর সভাপতি পদে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, প্রফুল্ল ফেডারেশনের অন্য কোনও পদের জন্য নির্বাচনে অংশ নেবেন না। তাঁর একটাই আর্জি, ফিফা যেন ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেয়।
আরও পড়ুন: নির্ꦰবাসনের গেড়ো- AFC Cup-এ ATK MB-র কপাল পুড়লে, ভাগ্য খুলবে🥂 বাংলাদেশের ক্লাবের
তাঁর জন্যই যত বিতর্ক। ভারতীয় ফুটবল প্রশাসনে শ🌜েষ নির্বাচিত সভাপতি ছিলেন তিনি। কিন্তু মেয়াদ ফুরোনোর পরেও দীর্ঘ দিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি পদ আটকে রাখার কারণে বিপদে পড়তে হল ভারতীয় ফুটবলকে। 𓆉সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তাঁকে সরতে হয়। কিন্তু তাতেও ঝামেলা মেটেনি। শেষ পর্যন্ত ফিফা নির্বাসন পর্যন্ত ঝামেলা গড়ায়।
আরও পড়ুন: কেন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খে𝓰লা হল না গোকুলমের মেয়েদে꧑র
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।