বিশ্বকাপের শেষ ৮০ বছরের ইতিহাসে যা হয়নি, সেটা কাতারে এ বার জার্মানির সঙ্গে ঘটেছে। টানা দু'বার বিশ্বকাপের গ্রুপ স্টেজ থꦺেকে ছিটকে গিয়েছে জার্মানরা। এই বিদায়ের পর এবার নিজের ব্যর্থতার দায় স্বীকার করে জার্মান জাতীয় ফুটবলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন অলিভার বিয়েরহফ। তিনি জাতীয় দল এবং অ্যাকাডেমির ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও, উভয়ের সম্মতিতে ফেডারশনের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বিয়েরহফ।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও🌸 দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। কাতারেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে তারা। তা ছাড়া জার্মানদের গতিময় খেলার ছন্দ প♔াল্টে, তিকিতাকার থেকে ঝুঁকছে। এতে ফুটবল দল ব্যবস্থাপনা নিয়ে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ফেডারেশনকে। সব মিলিয়েই সম্ভবত নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিয়েরহফ। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটা নিয়েও সে ভাবে কিছু জানা যায়নি।
আরও 🍌পড়ুন: দলে ফিরꦜেই সাম্বার ছন্দে মাতলেন নেইমার, কোরিয়াকে নিয়ে ছেলেখেলা ব্রাজিলের
সোমবার এক প্রতিবেদনে বিয়েরহফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বার্ন্ড নিউয়েনডর্ফ। কাতর বিশ্ব𓆏কাপে জাতীয় দলের ব্যর্থতার দায় নিয়েই পদ থেকে সরে দাঁড়ান তিনি। বিদায়কালে বিয়েরহফ বলেছেন, ‘নতুন একটি দিকনির্দেশনার পথ পরিষ্কার করতেই আমি সরে দাঁড়াচ্ছি।’
সোমবার সন্ধ্যায় পদত্যাগের পর ৫৪ বছরের প্রাক্তন এই তারকা ফুটবলার বলেছেন, ‘রাশিয়া এবং কাতারে আমরা অতীতের সাফল্যের ধারা বজায় রাখতে পারিনি। গত চার বছরে আমরা ব⛦্যর্থতা ঢাকার মতো ভিতও গড়ে তুলতে পারিনি, ভক্তদের আরও একবার উচ্ছসিত হওয়ার মতো মুহূর্তও এনে দিতে পারিনি। তাই আমার মনে হয়েছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।’
আরও পড়ুন: টাইব্রেকারে ছন্দ𒀰পতন, সূর্☂যাস্ত জাপানের, লিভাকোভিচ মান বাঁচালেন ক্রোটদের
তিনি যোগ করেন, ‘কিছু সিদ্ধান্তের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। অনেকেই আফসোস করব🥃ে, কিন্তু এর জন্য দায়ী আমি।’
বিয়েরহফ 𒊎২০০৪ সালে প্লেয়ার হিসেবে অবসর নেওয়ার পরেও, সক্রিয় ভাবে তিনি ফুটবলের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি জার্মান ফুটবল ফেডারেশনে যোগ দেন। তিনি ২০১৫ সালে জার্মান ফুটবল অ্যাকাডেমির জন্য প্রকল্প পরিচালনার দায়িত্ব নেন। তাঁর অধীনে জার্মানি টানা ছ'টি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল এবং ব্রা♕জিলে ২০১৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। জার্মানি ২০১৭ সালে কনফেডারেশন কাপ এবং দু'টি অনুর্ধ্ব-২১ ইউরোপীয় শিরোপাও জেতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।