অবশেষে স্বস্তি! ছোট 🅺থেকে যে স্বপ্ন দিয়েগো মারাদোনা দেখিয়েছিলেন, তা পূরণের তৃপ্তি! নিজের ক্যারিয়ারে সবচেয়ে দামী ট্রফির জয়ের স্বাদ! আক্ষেপ আর আফসোসের দিন শেষ! লিওনেল মেসির ক্যারিয়ারে প্রাপ্তির ঝুলি এখন কানায় কানায় পূর্ণ।
ক্যারিয়ারে আকাশচুম্বী সাফল্য রয়েছে। বহু ট্রফি, শিরোপা, পুরস্কার, সম্মানে ক্যাবিনেট ভর্তি। তবু বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপটা বড় বেশি ছিল আর্জেন্তাইন সুপার স্টারের। আর সেই আক্ষেপই পূরণ✅ হয়ে গেল রবিবার। ১৮ ডিসেম্বর রাতে। বিশ্বকাপ উঠল মেসির হাতে। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পি🙈য়ন হল আর্জেন্তিনা।
আর ট্রফি জয়ে♎র পর উচ্ছ্বাস, আবেগ, নিজের মনের কথা সবটাই সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিলেন মেসি। বলে দিলেন, বিশ্বকাপ জেতার বিষয়ে🌸 তিনি আত্মবিশ্বাসী ছিলেন। পাশাপাশি এও জানিয়ে দিলেন, এখনই তিনি জাতীয় দলের থেকে অবসর নিচ্ছেন না।
আরও পড়ুন: ইতিহাস লিখেও কর্ণ এমবাপে, মেসির দিনে নায়ক মার্টিনেজ🧜, তৃতীয় বিܫশ্বকাপ আর্জেন্তিনার
আর্জেন্তিনার এক সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুই নেই। আমার হাতের ট্রফি🍸টা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্যে মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে, আমাদের হাতেই কাপটা উঠবে।🍨 আগে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হল আজ।’
বিশ্বকাপ জেতাটা যে তাঁর যে স্বপ্ন ছিল, ༒লুকোছাপা না করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেসি। গোটা দেশের মানুষকে ট্রফি উৎসর্গ করে মেসি বলেছেন, ‘যে কোনও ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে। যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্যে আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল।’
আরও পড়ুন: বিশ🍒্বকাপ মেসির, ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ মিটল আর্ꦛজেন্তাইনদের
এখন মেসির মন ঘরের দিকে। তিনি বলে দিয়েছেন, ট🐈্রফি নিয়ে কাতার থেকে সোজা আর্জেন্তিনায় যেতে চান তিনি। আর্জেন্তিনার অধিনায়কের দাবি, ‘আর্জেন্তিনায় ফেরার জন্য তর সইছে না। ওরা কতটা উদগ্রীব হয়ে রয়েছে ট্রফিটা দেখার জন্য, সেটা এক বার নিজের চোখে দেখতে চ🍷াই।’
বিশ্বকাপে এটাই তাঁর শেষ ম্যাচ, সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন মেসি। তবে তিনি এখনই জাতীয় দলের থেকে অবসর নিচ্ছেন না। আরও কিছু ম্যাচ খেল﷽তে চান মেসি। বলেছেন, ‘ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালোবাসি। জাতীয় দলের খেলাও আমাদের কাছে গর্বের ব্যাপার। আশা করি, বিশ্ব চ্যাম্পিয়✱ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলে তার পর অবসর নেব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।