শেষ বারের মতো ফিফা বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এ বারের বিশ্বকাপ থেকে আর্জেন্তিনা ছিটকে গেলেই, মেসিরও বিশ্বকাপ অভিযান এ♚কেবারেই শেষ হয়ে যাবে। কারণ মেসি আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর এটি শেষ বཧিশ্বকাপ।
মঙ্গলবার ভারতীয় সময়ে রাত সাড়ে ১২টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্তিনা। এই বছর ট্রফি জয়ের অন্যত🍌ম ফেভারিট হিসেবে মানা হচ্ছে আর্জেন্তিনাকে। তারা কোয়ার্টার ফাইনালে নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে।
আরও পড়ুন: বাস্তবতার তিনটি দিক-﷽ WC থেকে ছিটকে যাওয়ার পর রোনাল𝔍্ডোর রহস্যময় পোস্ট ঘিরে চাঞ্চল্য
সেই ম্যাচে মেসি নিজে পেনাল্টি থেকে গোল করার পাশাপা🅷শি মোলিনাকে দিয়ে গোল করিয়েছেন। দুরন্ত ছন্দে ছিলেন আর্জেন্তাইন অধিনায়ক। তবে আর্জেন্তিনা ২-০ এগিয়ে যাওয়ার পরেও, ডাচেরা ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ মুহূর্তে ২-২ করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায়। এবং অতিরিক্ত সময়েও খেলার ফল অমিমাংসিত থাকার পর, আর্জেন্তিনা টাইব্রেকারে ৪-৩ ম্যাচ পকেটে পুড়ে ফেলে।
আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে। তবে নকআউট পর্বে তারা এই প্রথম বার মুখোমুখি হবে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ৩-০ হারিয়েছিল মেসিদের। তার আগে ১৯৯৮ সালে আর্জেন্তিনা ১-০ জিতেছিল। এদিকে, দক্ষিণ আমেরিকান দলটি ষষ্ঠ বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে। এই ক্ষেত্রে এগিয়ে একমাত্র জার্মানি। তারা মোট অষ্টম বার ফাইনালে উঠেছে🌌।
আরও পড়ুন: ওর বাঁ-দিকে মারার প্রবণতা রয়েছে, জানতাম.. কেনের পেনাল্টি মিসের র💟হস্য ফাঁস লরিসের
এ দিকে আর্জেন্তিনা কখনও সেমিফাইনাল থেকে বাদ পড়েনি। তারা এর আগে ২০১৪ সালে সেমিফাইন🌜ালে নেদারল্যান্ডসকেই পরাজিত করেছিল। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।
আর্জেন্তিনা সেমিতে খেলতে নামার আগ🧸ে, মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজদের প্রস্তুতির এরটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো ভাইরাল 🐠হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।