আসন্ন মরশুমের জন্য এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের নতুন হেড কোচ নিযুক্ত হলেন খালিদ জামিল। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে খালিদকে ไহোড কোচ করার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।
খালিদের কোচিং কেরিℱয়ার রীতিমতো বর্ণোজ্জ্বল। বেঙ্গালুরু ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে কোচিং করিয়েছেন। আইএসএলের প্রথম ভারতীয় হেড কোচ হিসেবে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন খালিদ। তাঁর কোচিংয়ে আইএসএলের প্লে-অফও খ𝄹েলে নর্থ-ইস্ট।
তার আগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকেও কোচ✤িং করিয়েছেন খালিদ। তাঁর প্রশিক্ষণেই আইজল এফসি ২০১৬-১৭ মর𒐪শুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন:- হতাশাজনক পারফরম্যান্স অব্য❀াহত, জর্ডনের 💖বিরুদ্ধে হারল ভারতীয় ফুটবল দল
খালিদকে হেড কোচ নিযুক্ত করার পরে বেঙ্গালুরু ইউনাইটেডের কর্ণ🙈ধার গৌরব মানচন্দন বলেন, ‘খালিদ ভারতীয় ফুটবলের কাঙ্খিত কোচেদের মধ্যে একজন। ও নিজের সঙ্গে লিডিরশিপ ও টেকনিক্যাল স্কিল এবং দশকব্য🔯াপী কোচিং করানোর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আসছে।’
ক্লাবের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খালিদ জামিলকে আসন্ন মꦚরশুমের জন্য আমাদের হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিতꦯ।’
আরও পড়ুন:- ১🎃৬🐭 বছরের যাত্রার অবসান, ক্লাব ছাড়ছেন রিয়াল মাদ্রিদের সফলতম ফুটবলার মার্সেলো
পরে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের তরফে খালিদ জা🏅মিলের চুক্তিতে সই করার ছবিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।