এবার ভারতের প্রতিবেশি দেশের দায়িত্ব নিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। পাকিস্তানের সিনিয়র জাতীয় দলের হেড কোচ হয়েছেন স্টিফেন। তবে একটি দলের বিরুদ্ধে ম্যাচের জন্য। কম্বোডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্যই কোচ করা হয়েছে কনস্ট্যান্টাইনকে। কম্বোডিয়ার বিরুদ্ধে পাকি🌄স্তান হোম এবং অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ খেলবে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের কারণে পিএফএফ আগের কোচ শেহজাদ আনোয়ারকে সরিয়ে কনস্ট্যান্টাইনকে কোচ করার সিদ্ধান্ত নেন। পিএফএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কম্বোডিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে জেতার জন্য পাকিস্তান যাতে সেরা সুযোগটা পায়, তার জন্য দেশের ফুটবল ফেডারেশন স্টিফেন কনস্ট্যান্টাইনকে পুরুষদের জাতীয়🧸 দলের প্রধান কোচ হিসাবে মনোনীত করেছে।’
সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘স্টিফেন ফিফা র্যাঙ্কিংয়ে ভারতকে ১৭৬ থেকে ৯৬-এ নিয়ে গিয়েছেন। ২০০০ সাল থেকে তিনি একজন অভিজাত ফিফা প্রশিক্ষকও ছিলেন। তিনি অত্যন্ত উচ্চ-স্তরের পেশাদার অভিজ্ঞতা নিয়ে আসছেন। স্টিফেন আপাতত একটি ম্যাচের জন্য পিএফএফ-এ যোগ দিতে সম্মত হয়েছে।’ কম্বোডিয়ার বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে জেতার জন্যই নাকি স্টিফেনকে কোচ করে আনা হচ্ছে। পাকিস্তান এবং কম্বোডিয়ার মধ্যে অ্যাওয়ে এবং হোম-ভিত্তিক ম্যাচ হবে। এবং সেই ম্যাচ দু'টি যথাক্রমে কম্বোডিয়া এবং পাকিস্তানে ১২ এবং ১৭🎀 অক্টোবর খেলা হবে।
আরও পড়ুন: মহমেডানকে লিগ জিতিয়ে নায়ক, ২১ গোল করে নজির, তবু বড❀় আক্ষেপ রয়েℱছে ডেভিডের মনে
একটা সময়ে কনস্ট্যান্টাইনের হাত ধরেই ভারতীয় ফুটবলে সাফল্যের জোয়ার এসেছিল। দু’দফায় ভারতের জাতীয় দলকে কোচিং করিয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন। প্রথম বার কোচ হয়ে আসেন ২০০২-এ। ২০০৫ পর্যন্ত তিনি জাতীয় দলের কোচ ছিলেন তিনি। সে সময় তাঁর অধীনে ভারতীয় দল খুব একটা সাফল্যের মুখ দেখেনি। জিতেছিল শুধু এলজি কাপ⛦। এর পর ২০১৫ সালে ফের ভারতে প্রত্যাবর্তন করেন। এই সময়ে তিনি বহু সাফল্য পান।
আরও পড়ুন: লিগ জয়ের হ্যাটট্রিক করে ইতিহাস লিখল মহমেডান, ইস্টবেঙ্গলের আশায় জল ঢেলে হারল মো⛦হনবাগান
তিনি বহু তরুণ প্লেয়ারকে সুযোগ দেন। আক্রমণাত্মক ফুটবল খেলার মানসিকতা ভারতীಌয় প্লেয়ারদের মধ্যে তৈরি করেন। তাঁর অধীনে থাকার সময়ে ২০১৮-র ডিসেম্বরে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম একশোর মধ্যে চলে আসে। এ ছাড়াও কনস্ট্যানটাইনের কোচিংয়ে সাফ কাপ জেতে ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে। অল্পের জন্য এশিয়ান কাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি🐼 ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।