আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে এখন 🗹থেকেই উন্মাদনায় ফুটছে তিলোত্তমা। ৩ জুলাই শহরে আসছেন মার্টিনেজ। কলকাতায় এসে মোহনবাগানের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি মোহনবাগান ক্লাবের প্রদর্শনী ম্যাচে উপস্থি🎃ত থাকবেন তিনি। আর সবুজ-মেরুনে তাঁকে এক বার চোখের দেখা দেখার জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে। আর শনিবার সকালে কাউন্টার খুলতেই সেই টিকিট মাত্র দু'ঘণ্টায় শেষ হয়ে যায়।
শনিবার দুপুর দু'টো থেকে ক্লাবের সদস্য এবং সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিট বিতরণ শুরু করা হয়েছিল। প্রত্যেক সদস্যকে তাঁদের মেম্বারশিপ কার্ডে এক🥀টি করেই টিকিট দেওয়া হয়। সমর্থকদের জন্য ইডেনের উল্টোদিকে পিডব্লিউডি গ্যালারির কাউন্টার করা হয়েছিল। সেখান প্রত্যেককে দু'টি করে টিকিট দেওয়া হয়। দুপুর থেকেই সেখানে লম্বা লাইন পড়ে গিয়েছিল। বিকেল চারটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। বিশ্বজয়ী 😼গোলকিপারকে একেবার চোখে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমী গোটা শহর। আবার অনেকেই টিকিট না পেয়ে হতাশ মনে খালি হাতে ফিরে গিয়েছে।
আরও পড়ুন: মরশুমের প্রথম ডার্বি সম্ভবত ১১ অগস্ট, ম﷽োহনবাগানের এএফসি কাপের ম্যাচ পিছোতে পারে একদিন
৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা মার্টিনেজের। মার্টিনেজ শহরে থাকবেন ৫ জুলাই 🌺পর্যন্ত। ৪ জুলাই শহরের মিলনমেলা প্রাঙ্গনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন আর্জেন্তিনার বিশ্বজয়ী কিপার। এবং সেখানে তিনি ‘তাহাদের কথা’ শীর্ষক আলোচনাচক্রে প্রধান বক্তা হবেন। ওই অনুষ্ঠানে জীবনের নানা অজানা গল্প বলবেন মার্টিনেজ। বেলা সাড়ে ১২টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। তাঁকে ওই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল কর্তারাও সংবর্ধনা দেবেন। টিকিট কেটে এই অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষও। টিকিটের সর্বনিম্ন মূল্য ৪৯৯ টাকা। অনলাইনে সেই টিকিট কিনতে পারেন আগ্রহীরা।
আরও পড়ুন: ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস, এমনই দাবি মোহনবাগানের, তাত♉েও চাপে থাকবেন জুয়ান
মঙ্গলবার বিকেলে মোহনবাগানে এসে নবনির্মিত পেলে, মারাদোনা, সোবার্স গেটের উদ্বোধন করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে ফ্লাডলাইটে একটি প্রদর্শনী ম্যাচ হবে। বিকেল সাড়ে চারটেয় শুরু হবে ম্যাচ। খেলবে মোহনবাগান একাদশ এবং পুলিশ কমিশনার একাদশ। মোহনবাগান একাদশের কোচের দায়িত্বে থাকবেন সত্যজিৎ চ্যাটার্জি এবং মানস ভ𝓀ট্টাচার্য। প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি হবে দল। সবুজ মেরুন জার্সিতে খেলা ফুটবলাররা অগ্রাধিকার পাবে। এ ছাড়াও দশ জন নতুন লাইফ মেম্বার আর্জেন্তিনার গোলকিপারের হাত থেকে সদস্য পদ নেবেন। এমি মার্টিনেজকে বিশেষ সম্মান দেওয়া হবে। মোহনবাগান ক্লাবে এখন থেকেই মার্টিনেজকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।