শুভব্রত মুখার্জি:- বিশ্ব ফুটবল ইতিহাস যখন লেখা হবে তখন নিঃসন্দেহে তাতে জায়গা করে নেবেন ফুটবল🌟ের অন্যতম দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই জেনারেশনের দুই শ্রেষ্ঠ তারকা। দেশের জার্সি গায়ে হোক কিংবা ক্লাবের জার্সি গায়ে একাধিক নজির তারা গড়েছেন অনায়াসে। বিপক্ষ ডিফেন্ডার, গোলকিপারদের রাতের ঘুম উড়িয়েছেন তারা একাধিক ম্যাচে🎉। ম্যাচ খেলতে নেমে দলের হয়ে গোল করাটাকে তাঁরা অভ্যাসে পরিণত করেছিলেন। রোনাল্ডোর বর্তমান বয়স ৩৯। এই বয়সেও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। আর এবার তিনি তাঁর কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের জন্য দুর্দান্ত একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন।
এই মুহূর্তে রোনাল্ডোর গোলসংখ্যা ৮৯৩। তিনি এবার কেরিয়ারে ১০০০ গোল করে নয়া নজির গড়ার লক্ষ্যমাত্রা তৈরি করেছেন। প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক আলোচনায় তিনি এই লক্ষ্য মাত্রা সেট করার পাশাপাশি ঘুরিয়ে খোঁচাও দিয়েছেন পেলেকে। তাঁর বক্তব্য আমার কাছে আমার সবকটি 🍌গোলের ভিডিয়ো রয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তিনি যে ফুটবলে এত গুলো গোল করেছেন তার সবকটির প্রমাণ রয়েছে যা হয়তো আর কারোর✤ কাছে নেই।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: বিশাল কাইথের সাফল্যের💟 রহস্য কী🃏? টাইব্রেকারের আগে কে দেন বিশেষ টিপস?
ইউরোপীয় ক্লাব ফুটবলে এখনও তাঁর রেকর্ড ভাঙার অক্ষত। কাছাকাছি পৌঁছাতে পারেননি কোন ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল করেছেন রোনাল্ডোর। আর তাঁর এই অ্যাচিভমেন্টকে সম্মান জানাচ্ছে উয়েফা। বিশেষ সম্মানও দেওয়া হল রোনাল্ডোকে। এরপরেই তাঁর ফুটবল কেরিয়ারে কত গোল করতে চান, তার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। পাশাপাশি তিনি ঘুরিয়ে প্রয়াত কিংবদন্তি পেলের রেকর্ড নিয়ওেই প্রশ্ন তুলে দিলেন!
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলি বা সচিন নয়, KKR-এর অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়𓆏ারের পছন্দের ক্রিকেটার হলেন…
নিজের ইউটিউব চ্যানেল ‘UR C🧸ristiano’তে তাঁর একদা সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপচারিতায় রোনাল্ডো তাঁর পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন। এখন পর্যন্ত কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। সব মিলিয়ে করেছেন ৮৯৩ গোল। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি করেছেন তিনি। লিওনেল মেস🐈িও রয়েছেন তাঁর পিছনে।
পাঁচবারের ব্যালন ডিওর জয়ী রিও ফার্ꦫদিনান্দকে বলেছেন, ‘এর মধ্যেই আমার কেরিয🌠়ারে আমার ৯০০ গোল হয়ে যাবে। তারপর আমি ১০০০ গোলে পৌঁছে যাব। এটা আমার লক্ষ্য। আমি এটা করতে চাই। ৪১ বছরে অবসর নেব কিনা জানি না। সেই জন্যই বলছিলাম বর্তমানে বাঁচতে চাই। জীবনটা উপভোগ করতে চাই। আমি নিশ্চিত যদি চোট আঘাত না পাই, তাহলে ১০০০ গোলে পৌঁছে যাব। আমার কাছে ফুটবল জীবনে সেটাই সেরা লক্ষ্য হবে। আমার কাছে আমার সমস্ত গোলের ভিডিয়ো রয়েছে। সবটাই প্রমাণ হিসেবে দেখাতে পারি।’
আরও পড়ুন… Durand Cup 2024 Final: শুভাশিস বসুর চোট, চꦛাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্যায় মোহনবাগান
ক্ল🌌াব ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতন নামি দামি ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের প্রো লিগ ক্লাব আল নাসেরের হয়ে। উল্লেখ্য ফিফা 🐻পেলেকে যে স্বীকৃতি দিয়েছে তাতে করে পেলে মোট গোল করেছিলেন ১২৮১টি। তবে এটা নিশ্চিত নয় যে এই গোলসংখ্যার কতগুলো পেলে ফ্রেন্ডলি ম্যাচে করেছিলেন। ফলে ঘুরিয়ে পেলের পাশাপাশি ফিফাকেও খোঁচা দিতে ছাড়লেন না রোনাল্ডো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।