কলকাতা লিগের🥂 পর এবার আই লিগেও মহমেডানের অশ্বমেথের ঘোড়া তরতর করে এগিয়ে চলেছে। শনিবার তারা রাজস্থান এফসিকে হারিয়ে মরশুমের চতুর্থ জয়টি তুলে🦹 নিয়েছে। দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে ডেকান এরিনায় ২-১ গোলে আন্দ্রে চের্নিশভের ছেলেরা হারিয়েছেন রাজস্থান ইউনাইটেডকে। গোল করলেন বিকাশ সিং এবং এডি হার্নান্ডেজ।
তবে গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না মিরাজল কাসিমোভ এবং অ্যালেক্সিস। তার পরেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে মহমেডান। ❀এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে চ൩লে গিয়েছে সাদা-কালো শিবির।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে শুরুটা করেছিল মহামেডান। তবে বারবার চেষ্টা করা সত্ত্বেও গোলের মুখ খুলছিল না। গোল পেতে সাদা-কালো ব্রিগেডকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। প্রথম🐻 গোলটি আসতে ৪৫ মিনিট সময় লেগে যায়। বিকাশ সিং বিরতির ঠিক আগে মহমেডানকে ১-০ এগিয়ে দেনয ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট ছিল চের্নিশভের ছেলেদের। মহমেডান দ্বিতীয় গোলটি পায় অবশ্য ৭১ মিনিটে। গোল করেন সাদা-কালোর এডি হার্নান্ডেজ।
যখন মনে হচ্ছিল ম্যাচের ফলাফল ২-০-তেই শেষ হবে, তখনই সꦦাদা-কালোকে ধাক্কাটা দেয় রাজস্থান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রাজস্থানের রাঘব গুপ্তা একটি গোল শোধ করে ব্যবধান কমান। তবে রাজস্থান শেষ রক্ষা করতে পারেনি। জিতেই মাঠ ছাড়ে মহমেডান। এর পরেও সাদা-কালোর আফসোস থাকতে পারে, ক্লিনশিট না রাখতে পারার।
কয়েক সপ্তাহ আগেই তৃতীয় বܫার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান। তাই তারা সেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই আইলিগ খেলছে। তবে আই লিগের দ্বিতীয় ম্যাচে শিলংয়ের কাছে আটকে গেলেও, ফের ছন্দে ফিরেছে সাদা-কালো ব্রিগেড। পর পর দু'ম্যাচে নিজেদের জাত চেনালেন বিকাশ সিংরা। ইতিমধ্যেই আইজল, দিল্লি এফসি এবং ট্রাউকে হারিয়েছে সাদা-কালো শিবির। গোটা মরশুমে একটি মাত্র ম্যাচ ড্র করেছে মহামেডান। এখনও হারের মুখ দেখতে হয়নি।
আপাতত ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মহামেডান রয়েছে লিগ শীর্ষে। একটি মাত্র ড্র করেছে তারা। এতে ২ পয়েন্ট কাটা গিয়েছে। আপাতত লিগ টেবলের দু' নম্বরে রয়েছে༒ গোকুলাম কেরালা। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এবার আই লিগ জিতলে আগামী♋ মরশুমে সরাসরি আইএসএলে খেলার সুযোগ পেয়ে যাবে সাদা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।