কাতার স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে জর্ডনের꧋ বিরুদ্ধে এক ফ্রেন্ডলি ম্যাচে নেমেছিল ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনে দলের শক্তি বেশ খানিকটা বেড়েছিল বটꦑে, তবে জর্ডনের বিরুদ্ধে তাতে লাভের লাভ কিছুই হল না। ০-২ স্কোরলাইনে হেরে গেল ভারতীয় দল।
২০২৩ সালের এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নামার আগে প্রস্তুতি সারতেই এই ম্যাচে জর্ডনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল। ৮ জুন থেকে কলকাতায় শুরু কোয়ালিফায়া꧒রের আগে এটাই ছিল ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে এই ম্যাচে ভারতীয় দল ๊যা খেলল, তাতে সমর্থকদের বিন্দুমাত্র আশা জাগার কথা না। ভারতীয় দল ম্যাচে তেমন তো গোলের সুযোগই তৈরি করতে পারিনি। জর্ডন যে খুব আহামরি ছিল, তা নয়। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই গোল করে ম্যাচ ঠিক বের করে নিতে সক্ষম হন তারা।
আরও পড়ুন:- ফুটবলার ছাড়া নিয়ে বিবাদ, জাতীয় দলের শিবিরে অনুপস্🥀থিত মুম্বই সিটির তারকারা
ম্যাচের প্রথম দুইটি বড় সুযোগ জর্ডনই পায়। অবশ্য়ꦡ ফ্রি-কিক ও দূরপাল্লার শট, উভয়ই গোলের বাইরে দিয়ে চলে যায়। ভারতের রক্ষণভাগ মোটামুটি জমাটই ছিল, ফলে জর্ডন খুব বেশি গোল করার সুযোগ তৈরি করতে পারেনি। মহম্মদ আলমার্দির শট অল্পের জন্য গোলের বাইরের জালে গিয়ে পরে। এটাই গোলশূন্য প্রথমার্ধে জর্ডনের সবথেকে ভাল সুযোগ ছিল। তবে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে মন্তার আবু আমারা ৭৫ মিনিট ও আবু জেরিক ইনজুরি টাইমে গোল করে জরꩲ্ডনকে ম্যাচ জিতিয়ে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।