খালিদ জামিল হলেন প্রথম ভারতীয় কোচ, যিনি আইএসএলের মঞ্চে কোনও দলের স্থায়ী কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় তিনি প্রথম ভারতীয় কো🍌চ, যিনি আইএসএলের প্লে-অফে নিজের দলকে নিয়ে যেতে পেরেছিলেন। এবার তিনি আইএসএলের মঞ্চে আরও ভারতীয় কোচদের দেখতে চান বলে জানান এক সাংবাদিক বৈঠকে।বুধবার ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া ডে'র অনুষ্ঠানে সাংবাদি🍎কদের মুখোমুখি হয়ে জামশেদপুর এফসির কোচ বলেন, ‘ভারতীয় কোচদের অবশ্যই আরও বেশি সুযোগ পাওয়া উচিত আইএসএলে। যদি তাঁরা সুযোগ পেয়ে থাকেন, তবে নিশ্চই নিজেদের আরও উন্নত করে তুলবেন। সঙ্গে ভারতীয় ফুটবলেরও উন্নতি হবে। তাঁরা নিজেদের প্রমাণ করবেন। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি থাকবে। তবে সুযোগ পাওয়া জরুরি।’
জামশেদপুরের কোচের মতে, গুরুদায়িত্ব পালনের জন্য পুরোপুরি তৈরি তিনি। আপাতত তাঁর নজর আগামী ১৭ সেপ্টেম্বরের গোয়া ম্যাচের দিকে। তাঁর মতে, ‘অবশ্যই চাপ রয়েছে। আমাদের শুরুটা ভালো করতে হবে। আ🥀মাদের দলগতভাবে এগিয়ে যেতে হবে এবং𒁃 খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।’
গত মরশুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘শেষের দিকে আমরা ভালো পারফরম্যান্স করতে পারিনি, সেই ভুল-ত্রুটিগুলি শুধরে নিতে হবে এ বছর ভালো করার জন্য।’ যদি মরশুম শুরুর আগে কোনও নির্দিষ্ট লক্ষ্য রাখতে চাননি খালিদ, প্রতিটি ম্যাচেই ভালো খেলাই প্রাথমি🐭ক লক্ষ্য তাঁর।
তবে জামশেদপুরের স্প্যানিশ স্ট্রাইকার জাভি সিভেরিও আশা করছেন এবছর দল সুপার সিক্সে নিশ্চয়ই যাবে। প্রাক্তন ইসবেঙ্গল স্ট্রাইকার জানিয়েছেন, ‘সুপার সিক্সে যাওয়ার জন্য আমাদের নিজের খেলাটা খেলতে হবে এবং কোচের নির্দেশ মেনে চলতে হবে। শুরু থেকেই ভালো করতে হবে। আমি মনে করি আমাদের দলের ম𒅌ধ্যে সুপার সিক্সে যাওয়ার মতো যোগ্যতা রয়েছে।’
উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয় কোচদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি দলไকে সহকারী কোচ হিসেবে অবশ্যই একজন ভারতীয় কোচ নিয়োগ করতে হবে। সহকারী কোচের কাছে ন্যূনতম এএফসি প্রো লাইꩲসেন্স বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। যদি প্রধান কোচকে সরিয়ে দেওয়া হয় বা সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে দলের যাবতীয় কোচিংয়ের দায়িত্ব দিতে ভারতীয় সহকারী কোচকে। যদিও এর আগে আইএসএলে বহু ভারতীয় কোচ কয়েকদিনের জনয (অস্থায়ী কোচ হিসেবে) দলের দায়িত্ব সামলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।