বুধবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হয়ে হেরেছে ইস্টবেঙ্গল এফসি। ১-৪ গোলে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাদের হারে সুবিধে পেয়ে গেল চেন্নাইয়িন এফসি। তারা এক ম্যাচ বাকি থাকতেই উঠে পড়ল প্লে-অফে। সেই সঙ্গে আইএসএল ২০২৩-২৪ মরশুমের প্লে-অফের ছ'টি দল নিশ্চিত হয়ে গিয়েছে। সেই ছ'টি দল হল- মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, গোয়া এফসি, ওড়িশা এফসি, কের♌ালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি।
আর ছ'টি দলই প্লে-অফ নিশ্চিত করে ফেলার পর, পরবর্তী রাউন্ডের ক্রীড়াসূচিও প্রকাশ করে দিল আইএসএল। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দেশের এক নম্বর ফুট♛বল লিগের ফাইনাল হবে ৪ মে। বৃহস্পতিবার আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছে।
মে মাসের প্রথম শনিবার ফাইনাল হলেও, তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়๊নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পরেই ঘোষণা করা হবে।
প্লে অফের সূচি:
নকআউট – ১৯ ও ২০ এপ্রিল
সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল
সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) - ২৮ ও ২৯ এপ্রিল
ফাইনাল – ৪ মে
টানটান উত্তেজনায়ꦰ ভরপুর আইএসএল ২০২৩-২৪ মরশুমে যে সেরা ছ'টি দল প্লে অফে খেলবে, তাদের নাম নির্ধারিত হয়ে গিয়েছে। তবে লিগ শিল্ডের লড়াই কারা জিতবে, বা দুই নম্বর দল হিসেবে কারা শেষ করবে, তা এখনও নির্ধারিত হয়নি। মোহনবাগান এসজি এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে চাপে রয়েছে বাগানই। লিগ শিল্ড জিততে হলে, তাদের বাকি দুই ম্যাচেই জয় ছিন🤪িয়ে নিতে হবে, সেখানে মুম্বই যদি লিগ পর্বে তাদের শেষ ম্যাচে মোহনবাগানের সঙ্গে ড্র করে, তবেই তারাই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।