ইন্টারকন্টিনেন্টাল কাপে গ্রুপের শেষ ম্যাচেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। লেবাননের সঙ্গে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট ꦅথাকতে হল সুনীল ছেত্রীদের। দুই দলই একাধিক সুযোগ পেয়েও গোল করে উঠতে পারেনি। যার নিটফল, খেলার ফল গোলশূন্য ড্র।
প্রথম দুই ম্যাচে ভারত দুরন্ত ছন্দে ছিল। প্রথম দুই ম্যাচে তারা সহজেই জয় ছিনিয়ে নেয়। কিন্তু বৃহস্পতিবার লেবাননের বিরুদ্ধে ড্র করে বসে ইগর স্টিম্যাচের দল। তবে প্রথম দু'টি ম্যাচ জিতেই ফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ভারতীয় দল।🔜 তবে তারা চেয়েছিল, ফাইনালের আগে ম্যাচটি জিতে আত্মবিশ্বাসಌ বাড়াতে।
এদি💟ন প্রথম একাদশের বেশ কয়েক জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ইগর স্টিম্যাচ। এমন কী ম্যাচের শুরু থেকে খেলেননি সুনীল ছেত্রীও। এই ম্যাচটি ফাইনালের আগে একটি মহড়াও ছিল দুই দলের কাছে। কারণ রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত আর লেবাননই। দুই দলের লড়াইটা ছিল তাই একে অপরকে বুঝে নেওয়ার।
আরও পড়ুন: অভিজ্ঞ প্রীতমেরꦦ সঙ্গে কেরালার তরুণ ডিফেন্ডারকে অদলবদল করতে চলেছে মোহনবাগান
প্রথমার্ধেই দুই দলই শেয়ানে শেয়ানে লড়াই চালাচ্ছিল। সামনেই সাফ কাপ রয়েছে। তার পর এশিয়ান কাপও রয়েছে। যে কারণে লেবাননের বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় দলের কাছে বড෴় প্রস্তুতি হয়ে গেল।
প্রথমার্ধে ভারতের বল-পজেশন এগিয়ে থাকলেও,ꦿ গোলমুখী শট নিতে পারেনি সেভাবে। গোল লক্ষ্য করে পজিটিভ শট তারা মাত্র একটিই নিয়েছে। তবে অনিরুদ্ধ থাপার শটটি সে ভাবে জোরালো ছিল না। বরং ভারতের বক্সে উঠে এসে বেশ কয়েক বার ভয় ধরিয়ে দিয়েছিল লেবানন। কিন্তু হাসান মাতুককে বোতলবন্দি করে লেবাননকে চাপে ফেলে দেন সন্দেশ ঝিঙ্গন, নিখিল পূজারিরা।
আরও পড়ুܫন: মোহনবাগানের হয়ে খেলার চাপ অন্য- অনিরুদ্ধ থাপাকে সতর্ক করলেন🅘 ফেরান্দো
তার পরেও ꧂ম্যাচের ৩২ মিনিটে গোল প🔯েয়ে যেতে পারত লেবানন। কিন্তু হাসান সাদের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান অমরিন্দর। প্রথমার্ধের শেষ কোয়ার্টারে পায়ে বল রেখে খেলার চেষ্টা করলেও লেবাননের ফুটবলাররা কার্যকরী কিছু করে উঠতে পারেননি। প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও ম্যাড়েম্যাড়ে খেলা হয়। দুই দলের ফুটবলারই একাধিক সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি কেউই। ম্যাচের ৮১ মিনিটে সুনীল🍌 ছেত্রীকে নামান স্টিম্যাচ। কিন্তু তার পরেও কোনও লাভ হয়নি। ৮৩ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন রহিম আলি। অনিরুদ্ধ থাপার থ্রু থেকে সা♒মনে একা লেবাননের গোলকিপারকে পেয়েও বাইরে মারেন। নিশ্চিত সিটার মিস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।