প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে। ম্যাচের ৩২ মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরে বারবার আক্রমণ চালিয়েছিল ওড়িশা। শেষ পর্যন্ত পেনাল্টি আদায় করে ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান মরিসিও। এরপরে দ্বিতীয়ার্ধে জাহুর কর্ণার থেকে গোল করেন প্রিন্সটন। শেষ পর্যন্ত ২-১ জিতল ওড়িশা।
লিগ টেবলের শীর্ষে থাকা ওড়িশা এফসিকে হারাতে পারল না ইস্টবেꦡঙ্গল এফসি। ২-১ জিতল ওড়িশা।
29 Feb 2024, 09:30 PM IST
FULL-TIME- ২-১ জিতল ওড়িশা
শেষ পর্যন্ত জিততে পারল না ইস্টবেঙ্গল। ম্যাচের ৩২ সেকেন্ডে এগিয়ে গেꦆলেও শেষ পর্যন্ত ঘরের মাঠে নিজেদের জয়ের ধারা ধরে রাখল ওড়িশা।
29 Feb 2024, 09:22 PM IST
শেষ ৯০ মিনিট, ৬ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা 🎀শেষ হয়েছে, ৬ মিনিটের অত🥀িরিক্ত সময় দেওয়া হয়েছে।
29 Feb 2024, 09:19 PM IST
৮৮ মিনিট- অমরিন্দরের দারুণ সেভ
মহেশ দারুণ একটা শট নিয়েছিলেন, ﷽তবে বল গিয়ে অমরিন𝓰্দরের হাতে লাগে ও সেভ হয়।
ইস্টবেঙ্গলের তরফ থেকে নন্দকুমার ও নিশু 🍷এলেন🔜। মাঠের বাইরে গেলেন মন্দার ও বিষ্ণু। অন্যদিকে ওড়িশার অনিকেত ও ফল এলেন, মাঠের বাইরে গেলেন গাহলোট ও মরিসিও।
29 Feb 2024, 08:56 PM IST
গোললললল….২-১ এগিয়ে গেল ওড়িশা
জাহু কর্ণার করেন। সেখানে তিনি প্রথম পোস্টে নীচু বল রাখেন এবং প্꧒রিন্সটন বলের কাছে পৌঁছে যান। সেখান থেকেই ম্যাচের ৬১ মিনিটে ফল ২-১ করে ওড়িশা।
29 Feb 2024, 08:50 PM IST
৬০ মিনিট, ওড়িশা: ১- ইস্টবেঙ্গল: ১
এখন দুই দল দ্বিত🃏ীয়ার্ধে কোনও গোল পায়নি। তবে গোলের খোঁজে লড়াই চালাচ্ছে দুই দল।
29 Feb 2024, 08:41 PM IST
ইস্… এটা কি মিস করল ইস্টবেঙ্গল
ম🦹্যাচের ৫০ মিনিটে ক্লেটন সিলভার কাছে গোল করার সুযোগ চলে এসেছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন ক্লেটন।
প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে। ম্যাচের♐ ৩২ মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরে বারবার আক্রমণ চালিয়েছিল ওড়িশা। শেষ পর্যন্ত পেনাল্টি আদায় করে ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান মরিসিꩵও।
29 Feb 2024, 08:19 PM IST
৩ মিনিটের অতিরিক্ত সময়
শেষ হল ৪৫ ম🍷িনিট, ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। এর মাঝেই ক্লেটন সিলভা দা♉রুণ একটা আক্রমণ করেছিলেন।
29 Feb 2024, 08:17 PM IST
হলুদ কার্ড দেখল ইস্টবেঙ্গলের দুই ফুটবলার
ইস্টবেঙ্গলের গোল রক্ষক গিল হলুদ কার্ড দেখার পর🐲ে অজয় ছে𒁃ত্রীও কার্ড দেখেন। অজয় পরের ম্যাচ খেলতে পারবেন না।
29 Feb 2024, 08:14 PM IST
বাতিল হল রয় কৃষ্ণের গোল
৪২ মিনিটে๊ ফের ইস্টবেঙ্গলের গোলের মুখꦬ খুলে দিয়েছিলেন রয় কৃষ্ণ। তবে অফ সাইডের জন্য বাতিল হয়ে গেল গোল। খেলার ফল ১-১
29 Feb 2024, 08:13 PM IST
গোল শোধ করল ওড়িশা
পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরাল মরিসিও।
29 Feb 2024, 08:11 PM IST
পেনাল্টি পেল ওড়িশা
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি আদায় করল ওড়িশা।
29 Feb 2024, 08:07 PM IST
চোট পেয়েছেন ক্লেটন সিলভা
পুইতিয়ার সঙ্গে কেল্টনের চ🌺ার্জ, মাঠে পড়ে রয়েছেন ক্লেটন।🦂 হলুদ কার্ড দেখলেন ক্লেটন সিলভা।
29 Feb 2024, 08:03 PM IST
৩০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল- ড্রিঙ্কস ব্রেক
নরেন্দর 🅠দারুণ একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু ꦡতিনি গোল করতে ব্যর্থ হন।
29 Feb 2024, 08:00 PM IST
২৭ মিনিট, সুহের দেখলেন ম্যাচের প্রথম হলুদ কার্ড
বারবার আক্রমণ ক♛রছে ওড়িশা।𝓰 বল পজিশন থেকে, পাস দেওয়া সবেতেই এগিয়ে ওড়িশা, তবে এখনও ১-০ এগিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছে ইস্টবেঙ্গল।
29 Feb 2024, 07:52 PM IST
২০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
দারুণ সেভ দিলেন গিল।🌜 ওড়িশার ফুটবলাররা ইস্টবেঙ্গলের গোলের দেখ🔯া পেয়ে গিয়েছিলেন, তবে গিল তাদের আশায় জল ঢেলে দিলেন।
29 Feb 2024, 07:48 PM IST
১৫ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
আ♛ক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলছে। রয় কৃষ্ণা জোড়ালো শট মেরে ইস্টবেঙ্গলের রক্ষকে ভাঙতে চেয়েছিলেন, কিন্তু গিলের সামনে সেই চেষ্টায় ব্যর্থ হয়ে যান।
29 Feb 2024, 07:42 PM IST
১০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
মিডফিল্ডে বিষ্ণুকে দারুণ মনে হচ্ছে এব🎃ং তিনি দ্বিতীয় গোলের খোঁজ চালাচ্ছেন। সমতায় ফিরতে মরিয়া রয় কৃষ্ণরা।
29 Feb 2024, 07:38 PM IST
৩২ সেকেন্ডের গোল! কেমন ছিল বিষ্ণুর স্কোর
কলিঙ্গা স্টেডিয়ামে শুরুটা অসাধারণ হল। বিষ্ণু মাত্র ৩২ সেকেন্ডে জাল খুঁজে পেয়েছেন। বিষ্ণু একটি থ্রো-ইন গ্রহণ করেন এবং একটি দারুণ দৌড় নেয়। তিনি ওড়িশার ꧟তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতর চলে যান এবং অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
29 Feb 2024, 07:34 PM IST
গোললললল
প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানꦛিয়ে গোল করেন বিষ্ণু।
29 Feb 2024, 07:31 PM IST
দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই
আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এফস🍌ি-র মধ্যে যে সাতবার দেখা হয়েছে, তার মধ্যে তিনবার ফুটবলপ্রেমীরা দেখেছেন গোলের ফোয়ারা। এই ছ’বারের মুখোমুখিতে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওড়িশা ২২ গোল করেছে। ওড়িশা জিতেছে পাঁচবার, ইস্টবেঙ্গল একবার, আর চলতি মরশুমের প্রথম মুখোমুখিতে💫 একমাত্র ড্র হয় গোলশূন্য অবস্থায়।
29 Feb 2024, 07:10 PM IST
দল ঘোষণা করল ওড়িশা এফসি
দলে কামব্যাক করছেন নরেন্দর।
29 Feb 2024, 07:08 PM IST
দল ঘোষণা করল ইস্টবেঙ্গল
মান্দার, সুহেরর🐠া এদিন প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন।
29 Feb 2024, 06:54 PM IST
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এফসি-র মধ্যে যে সাতবার দেখা হয়েছে, তার মধ্যে তিনবার ফুটবলপ্রেমীরা দেখেছেন গোলের ফোয়ারা। এই ছ’বারের মুখোমুখিতে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওডিশা ২২ গোল করেছে। ওডিশা জিতেছে পাঁচবার, ইস্টবেঙ্গল একবার, আর চলতি মরশুমের প্রথম মুখোমুখিতে একমাত্র ড্র হয় গোলশ🧸ূন্য অবস্থায়।