কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন এফসি গোয়ার ফুটবলাররা। তাদের চারদিনের মতো অনুশীলন বাতিল করে দিয়েছিল এফএসডিএল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসায় অনুশীলনের পাশাপাশি খেলাতেও ফিরে এসেছে এফসি গোয়া। রয়🌳 কৃষ্ণ আর সন্দেশের করোনা পজিটিভ হওয়ার পর, সবুজ–মেরুন শিব🍨িরেরও এখন একই অবস্থা। আইএসএলে পরবর্তী খেলা দেওয়ার আগে পুরো দলের করোনা বিষয়ক পরিস্থিতিটা ভালো ভাবে দেখে নিতে চাইছে আইএসএলের স্বাস্থ্য বিভাগ।
রবিবার থেকে টানা তিনদিনের কোয়ারেন্টাইন চলছে সবুজ মেরুন শিবিরে।﷽ বর্তমানে এটিকে মোহনবাগানের কোনও ফুটবলার লাঞ্চ বা ডিনারের জন্যও নিজের রুমের বাইরে যেতে পারছেন না। দরজার সামনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রেখে দিয়ে দরজায় নক করা হচ্ছে। দরজা কিছুটা ফাঁক করে ঘরে খাওয়ার নিয়ে নিচ্ছেন ফুটবলাররা। যে যার নিজের রুমেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। ঠিক ꦦহয়েছে, এই তিনদিন টানা আরটিপিসিআর টেস্ট হচ্ছে ফুটবলারদের। সকালে একবার, বিকেলে আরেকবার।
এই তিনদিনের মধ্যে যদি সবার রিপোর্ট নেগেটিভ থাকে, তাহলে ক্রীড়াসূচীতে পরের ম্যাচ দিয়ে দ🎃েওয়া হবে। যদি কোনও কারণে করোনা পজিটিভের সংখ্যা, এক বা দুই আসে, মানে, যদি ১৫ জন ফিট ফুবলার থাকেন, তাহলে করোনা আক্রান্ত ফুটবলারদেরও আলাদা কোয়ারেন্টাইনে পাঠিয়ে বাকি ১৫ জন ফুটবলারদের নিয়ে খেলা হবে। কিন্তু করোনা পজিটিভের সংখ্যা যদি একাধিক হয়, তাহলেই একমাত্র এটিকে মোহনবাগানের খেলা বন্ধ থাকবে।
পুরো ব্যাপারটা কোনদিকে যাবে, তা বুধবারের আগে বোঝা সম্ভব নয়। ততক্ষন এটিকে মোহনবাগানের অপেক্ষা করা ছাড়া কিছুই ক♊রার নেই। তবে আপাতত এটিকে মোহনবাগান ছাড়া আইএসএলের অন্য কোনও দলকে ঘিরে করোনা আতঙ্কর কোনও খবর পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, শুধুই রয় কৃষ্ণ কি𒁃ংবা সন্দেশ নয়। হয়তো আরও তিনজন ফুটবলারও করোনা আক্রান্ত। যার মধ্যে আরও একজন বিদেশিও থাকতে পারে। পাছে করোনাকে ঘিরে আইএসএলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, তাই করোনা আক্রান্ত কোনও ফুটবলারের নামই সরকারি ভাবে জানাতে চাইছে না এফএসডিএল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।