শুক্রবার মধ্যরাতে নেশন লিগের এ-২ গ্ৰুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং ইতালি। সেই ম্যাচে সকলকে হতবাক করে জয় ছিনিয়ে নিল ইতালি। খেলার একদম শুরুতে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় তারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী দলই নামিয়েছিল ফ্রান্স। প্রথম একাদশে রাখা হয়েছিল কিলিয়ান এমবাপে, গ্রিজম্যানের মতো প্লেয়ারদের। অন্যদিকে ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে জয় পেল ইতালি। যদিও এদি🍸নের ম𝐆্যাচে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ফ্রান্স। নজর ছিল তাঁদের একাধিক তারকা ফুটবলারদের উপর, কিন্তু গোল করতে ব্যর্থ হয় তাঁরা।
নেশন লিগের প্রথম ম্যাচে যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছিল ফ্রান্স। ১২ সেকেন্ডে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়েও যায় ফ্রান্স𓄧। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে অক্ষম হয় ফ্রেঞ্চ ডিফেন্স। ৩০ মিনিটের মাথায় ফেডেরিক ডাইমার্কোর করা গোলে সমতায় ফেরে ইতালি। এরপর প্রথমার্ধে দুই শিবিরের কেউই আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ইতালি খেলার রং পাল্টায়। ৫০ মিনিটের মাথায় গোল করে ইতালিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডেভিড ফ্রাটেসি। ৭৪ মিনিটে জিয়াকোমো রাসপেডোরির করা গোলে ব্যবধান বেড়ে হয় ৩-১। প্রথম ম্যাচে বড় জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ইতালীয় খেলোয়াড়দের। অন্যদিকে এই হারের ফলে টুর্নামেন্টে বেশ কষ্টকর হতে চলেছে ফ্রান্সের পক্ষে। এরপর বেলিজিয়াম ও ইজরায়েলের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। ম্যাচে ৫৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল ফ্রান্স। ইতালির দখলে ছিল ৪৬ শতাংশ বল পজিশন। দু’দল শট নিয়েছে যথাক্রমে ১২টি ও ১১টি।
৭০ বছর অপেক্ষার পর ফ্রান্সের মাটিতে এটিই ছিল ইতালির প্রথম জয়। এই জয়ের ফলে প্রাথমিকভাবে গ্ৰুপের শীর্ষে বিরাজ করছে ইতালি। গ্ৰুপ এꦑ-২-এর অপর আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও ইজরায়েল। সেখানে ৩-১ গোলে জয়লাভ🍌 করে বেলজিয়াম। এদিন বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুয়েন্স। ১টি গোল করেন টাইলেম্যানস। ইজরায়েলের হয়ে একমাত্র গোলটি করেন টিমোথি ক্যাস্টেগেন। এই ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ৬৪ শতাংশ বল পজিশন নিজেদের দখল রাখে তারা। প্রায় ২৫ শট নেয় গোল লক্ষ্য করে, যার মধ্যে ৮টি শট নির্দিষ্ট লক্ষ্যে রাখতেও সক্ষম হয়। পুরো ম্যাচে সেইভাবে প্রভাব রাখতে পারেনি ইজরায়েলের ফুটবলাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।