শুভব্রত মুখার্জি: মাঠ কিংবা মাঠের বাইরে যৌন হয়রানির সমস্যা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নামী, অনামী বিভিন্ন ফুটবলাররা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই সমস্যায় পড়েছেন। কখনও ইচ্ছাকৃত ভাবে পড়েছেন, আবার ক𓄧খনও পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন। এবার লজ্জাজনক এক ঘটনায় জড়ালেন এক জাপানি ফুটবলার। জাপানের প্রতিভাবান ফুটবলার কাইসু সানো। এবার তাঁর নাম জড়িয়েছে যৌন হয়রানির এক কে𓃲সে। আর এর ফলে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে জাপানের পুলিশ। বুধবার জাপানের স্থানীয় মিডিয়ার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর তাতে দাবি করা হয়েছে যে ফুটবলারকে স্থানীয় এক মহিলাকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হতে হয়েছে।
আরও পড়ুন: ভারতের কোচ হওয়ার দৌড়ে AIFF-এর শর্টলিস্টে🌱 মানোলো আর হাবাসও,মোট ৬ জনকে পাঠানো হল ই-মেল
সানোর বয়স ২৩। জানা গিয়েছে, তিনি এবং তাঁর দুই বন্ধু রবিবার জাপানের একটি হোটেলে ছিলেন। ওই দুই বন্ধুর বয়সও ওই ২০'র আশেপাশেই হবে। তাঁরা ওই হোটেলে নাকি পার্টি করছিলেন। সেই হোটেলেই ছিলেন ওই মহিলা। তাঁরা তিন জন মিলে নাকি ওই মহিলার সম্ভ্রমহানি করেছেন। যৌন হেনস্থার পাশাপাশি অত্যাচার করার কথাও সামনে আসছে। জাপানের পাবলিক 🎉ব্রডকাস্টার এনএইচ-কে জানিয়েছে, ২৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ওই দিন ওই হোটেলে পার্টির মুডে থাকাকালীন এই খারাপ কাজটি করেছেন। কেউ বা কারা ঘটনা জানার পরপরেই জাপানের স্থানীয় পুলিশকে ফোন করে। কল পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। একটি সূত্রের আবার দাবি. মহিলা নিজেই নাকি পুলিশকে ফোন করেছিলেন। জানা যাচ্ছে, ওই মহিলার বয়স ৩০ কিংবা তার আশেপাশে হবে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং হোটেলের কাছ থেকেই সানো সহ দুই জনকে গ্রেফতার করে নিয়ে যায়।
আরও পড়ুন: বড় বাজি সবুজ-মের🍸ুনের, এক বছরের চুক্তিতে মো♛হনবাগানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট
জাপানের পুলিশের তরফে এই বিষয়টি নিয়ে কোন বিবৃতি আপাতত দেওয়া হয়নি। জাপানের হয়ে ইতিমধ্যেই চারটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন সানো। কাতারে এই বছর এশিয়ান কাপের আসরেও তিনি জাতীয় দলের অঙ্গ ছিলেন। জাপানের ক্লাব কাসিমা অ্যান্টলার্সের হয়ে তিনি খেলতেন। এই মাসের গোড়াতেই তাঁকে চুক্তিবদ্ধ করে জার্মান ক্লাব মেইঞ্জ। কাসিমা অ্যান্টলার্সের তরফে জানানো𝓀 হয়েছে, বিষয়টি খুব সংবেদনশীল। তারা এই বিষয়ে চোখ রাখছেন। তবে তারা এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনও রকম ভাবে মুখ খুলছেন না। জাপানের ফুটবলে শেষ কয়েক মাসে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ফেব্রুয়ারি মাসে এশিয়ান কাপ চলাকালীন জাপানের জুনিয়া ইতো দল ছেড়ে চলে আসেন। জাপান পুলিশ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত চলছে। গত বছর ওসাকাতে নাকি তিনি এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলেন।ইনোর পর এবার ফের সানোর ঘটনায় বেশ উদ্বিগ্ন জাপানিজ ফুটবল ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।