অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জাতীয় দলের প্রধান কোচ নি🍃র্বাচন করতে তৎপর হয়েছে। জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের সাক্ষাৎকার নেওয়ার 🀅প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণের পাঠানো একটি ইমেল অনুসারে, এআইএফএফ বেশ 💙কয়েকটি আবেদন পত্র শর্টলিস্ট করা হয়েছে।𝓀 এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে ফেডারেশন নিজেদের মধ্যে একটি আলোচনা করে নিতে চাইছে। এবং বিশদে কিছু তথ্য তারা চাইছে।
আরও পড়ুন: বড় বাজি সবুজ-মেরুনের, এক বছরের চুক্ত🐽িতে মোহ🦩নবাগানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট
ফেডারেশনের এক সূত্র জানিয়েছে, বিশদে যে বিষয়গুলি চেয়েছে, তার মধ্যে কী কী রয়েছে? যেমন, ‘আপনি কি এখনও চাকরিতে আগ্রহী? মাসিক বেতন এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে আপনি ন্যূনতম প্যাকেজটি কী আশ𒁏া করছেন? নির্বাচিত হলে আপনি কত তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট নিতে পারবেন?♉ এছাড়া আপনার অন্য কোনও চাহিদা আছে কিনা!’
সূত্রের মতে, ২৯১ জনের মধ্যে থেকে ৬ জনকে শর্টলিস্ট করে, তাঁদের কাছে ইমেল পাঠানো হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন দুই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) জয়ী কোচ মানোলো মার্কুয়েজ এবং আন্তোনিয়ো লোপেজ হাবাস। এছাড়াও রয়েছেন পার্ক হ্যাং-সিও, যিনি ভিয়েত꧒নামকে ২০১৭ সালে এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন, যেখানে তারা শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে এক গোলে হেরে গিয়েছিল। সেই কোচের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন: আরও একটি পালক, মোহনবাগানরত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপা🙈ধ্যায়, সেরা প্লেয়ার প💫েত্রাতোস
সূত্রের আরও দাবি, ‘ফেডারেশন চাইছে, ভারতের পরবর্তী কোচ যিনি হবেন, তাঁর এই দেশের ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান যেন থাকে। মানোলো এবং হাবাস ভারতে যথেষ্ট সময় কাটিয়েছেন এবং নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তাঁদের সুবিধা হবে। ভারতে তাঁদের সাফল্য𝓰ের হার ভালো। ফেডারেশন শুধুমাত্র বেতন নিয়ে🃏 চিন্তিত, কারণ এক তরফা ভাবে চুক্তি বাতিল করার জন্য (প্রাক্তন জাতীয় দলের কোচ) ইগর স্টিম্যাচকে ক্ষতিপূরণ দিতে হতে পারে।’
আইএসএলে হাবাসের চেয়ে কোনও কোচই বেশি খেলায় (১১০) কোচিং করাননি। এবং আইএসএলে সবচেয়ে সফল কোচ হিসাবেও তাঁর নাম রয়েছে। ভারতে থাকাকালীন এই স্প্যানিয়ার্ড দু'টি আইএসএল শিরোপা জিতেছে (একটি আটলেটিকো দি'কলকাতা এবং এটিকে-র হয়ে) এবং একটি লিগ শিল্ড (মোহ♎নবাগানের সাথে গত মৌসু🦩মে) জিতেছে।
অন্য দিকে মানোলো, ২০২০ সালে হায়দরাবাদ এফসি-র দায়িত্ব নিয়ে তাদের নীচ থেকে তুলে আনেন এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন করেন। এবং তাঁর হাত ধরেই জাতীয় দলের জন্য উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় উঠে এসেছিলেন। এঁদের মধ্যে রয়েছেন আকাশ মিশ্র, নিখিল পূজারি, আশিস রাই, ম🦹হ🍌ম্মদ ইয়াসির, লিস্টন কোলাসো, হিতেশ শর্মা এবং জয় গুপ্তর মতো নামও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।