ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতার নাম ডুরান্ড কাপ। এই ট্রফি গত কয়েক বছর আগে পর্যন্ত প্রায় মুছে যেতে বসেছিল ভারতীয় ফুটবলের আঙিনা থেকে। কারণ সেনার দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় বহুদিন দুই প্রধান খেলেনি। আইলিগ, আইএসএলের ক্লাবও খেলত না। এরই মধ্যে কয়েকবছর আগে ফের জৌলুশপূর্ণভাবেই শুরু হয় ডুরান্ড কাপ। কলকাতা তথা পশ্চিমবঙ্গই দায়িত্ব তুলে নিয়েছিল এই ডুরান্ড কাপকে ফের ফিরিয়ে আনার মূল স্রোতে। সেই মতো গোটা বাংলার বিভিন্ন স্টেডিয়ামে প🎐রপর কয়েক বছর খেলা হয় ডুরান্ডের। বর্তমানে মোহনবাগান ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর ইস্টবেঙ্গল ক্লাব গতবারের ফাইনালিস্ট। সেই দুই ক্লাবেরই গত রবিবারের ডার্বি ম্যাচ বাতিল হয়ে যায় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায়। আর তাতেই শুরু হয় বিপত্তি। এই পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
ভারতীয় ফুটবলে ইস্টমোহনের সমর্থকরা রবিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবার ডার্বি বাতিলের পর যুবভারতী স্টেডিয়ামের সামনে এক হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আরজি করের ঘটনায়। হাজারে হাজারে চিরপ্রতিদ্বন্দী ক্লাবের সমর্থকরা মিলে মিশে এক হয়ে আহ্বান জানান আরজি করকাণ্ডে যাতে দোষিরা শাস্তি রায়। এরই মধ্যে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোসও সেখানে উপস্থিত হয়ে দোষিদের শাস্তি চান। এরপর পুলিশের বিরু💯দ্ধে সেই প্রতিবাদ জমায়েতে লাঠিচার্জের অভিযোগ ওঠে এবং কয়েকজনকে আটক করা হয়, এরপর কল্যাণ চৌবে লালবাজারে গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
এবার সেই কল্যাণ চৌবে যিনি বিজেপি নেতা বলে পরিচিত, পাশাপাশি এআইএফএফের সভাপতি, তিনি চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে তিনি আর্জি জানিয়েছেন, যাতে কলকাতার দুই প্🐭রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ ফের কলকাতাতেই আয়োজন করা হয়। সেই চিঠিতে কল্যাণ চৌবে লিখেছেন, ‘আপনি জানেন গত রবিবার ১৮ অগাস্টের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছিল, কারণ নিরাপত্তাজনিত সমস্যা হতে পারত। তবে ইস্টবেঙ্গল মোহনবাগানের এই ডার্বির ম্যাচে অনেক ইতিহাস আছে। বহু কর্তা, সমর্থকরা আমার কাছে আবেদন জানিয়েছে দুই প্রধানের ম্যাচ কলকাতায় করতে। এই পরিস্থিতিতে যাবে ফের একবার কলকাতায় 🌠দুই প্রধানের ডুরান্ড কাপের বাকি ম্যাচ ফেরানো যায়, আপনি সেই দায়িত্ব গ্রহণ করুন’।
একদ✃িন আগেই তিন প্রধানের তরফে মিলিতভাবে আবেদন করা হয়েছিল যাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আরও একবার কলকাতায় ফেরানো হয়। কলকাতার দুই প্রধানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শিলং এবং জামশেদপুরে সরে যাওয়া নিয়ে হতাশ ছিলেন দুই প্রধানের কর্তারা। এরই মধ্যে তাঁদের সুরে সুর মিলিয়ে কলকাতায় ম্যাচ আয়োজনের আর্জি জানালেন কল্যাণ🐼 চৌবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।