𝄹জার্মানির বিরুদ্ধে ম্যাচে মান বাঁচালেন সেই হ্যারি কেন। দেশের জার্সিতে নিজের ৫০তম গোলটি পেনাল্টি থেকে ⛦করেন কেন। যার সুবাদে কোনও ক্রমে ড্র করে হার বাঁচাল ইংল্যান্ড। হতশ্রী ফুটবল খেলে কোচ গ্যারেথ সাউথগেটের চিন্তা বাড়িয়ে দিয়েছেন ব্রিটিশ ফুটবলাররা।
বছর খানেক আগে ইউরোতে জার্মানির বিরুদ্ধে চোখ ধাঁধানো ফুটবলের ছিটেফোঁটাও পাওয়া গেল না নেশনস লিগের মঞ্চে। জোয়াকিম লো-র দলের বিরুদ্ধে খুব খারাপ ফুটবল খেলল তারা। এমনিতেই শুরু থেকে নড়বড় করছিল ইংল্যান্ড। তার উপর গোদের উপর বিষফোঁড়া ম্যাচের ১৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কেলভিন ফিলিপস। তিনি বেরিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের দশা আর 𓆏শোচনীয় হয়ে যায়।
কাতার বিশ্বকাপের আগে ইংল্যান্ডের এমন পারফরম্যান্স দেখলে সত্যিই আঁতকে উঠতে হয়। পুরো এলোমেলো ফুটবল খেলল হ্যারি কেনরা। কাতার বিশ্বকাপের আগে নেশনস লিগের মঞ্চে দল গুছিয়ে নেওয়া তো দূরের 🌄কথা, টিমটাই তৈরি নয়। কোনও জমাট ভাবই নেই টিমের মধ্যে। স্বাভাবিক ভাবেই টিম নিয়ে, ফর্মেশন নিয়ে সাউথগেটকে যে নতুন করে ভাবতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: WC ফাইনালের বদলা দূরের বিষয়, পেনাল্টি পেয়ে ফ্রান্সের কাছে হার🐓 বাঁচাল ক্রোয়েশিয়া
আরও পড়ুন: ফের গোল করলে💦ন নেইমার, জাপানকে হারাল ব্রাজিল
ম্যাচের ৫০ মিনিটে জোসুয়া কিম꧒িখের পাস থেকে বক্সের উপর থেকে জোরালো শটে গোল করেন জার্মানির জোনাস হফম্যান। ভাগ্যিস পেনাল্টিটা পেয়েছিল ইংল্যান্ড। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ম্যাচটি ১-১ ড্র হয়।
ইংল্যান্ডের যখন ল্যাজেগোবরে দশা তখন কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও জমাট, ছন্দবদ্ধ ফুটবল খেলল ইত🦩ালি। নিকোলো বারেল্লা এবং লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে প্রথমার্ধেই হাঙ্গেরিকে চাপে ফেলে দিয়েছিল ইতালি। তবে ৬১ মিনিটে জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে পাল্টা বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। তবে রবের্তো মানচিনির টিমকে কোণঠাঁসা করতে পারেনি হাঙ্গেরি। ম্যাচটি ইতালি ২-১ জিতে যায়।
এ দিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য💦াচে সংযুক্ত আরব আমিরশাহিকে ২-১ হারিয়ে কাতারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাচের ৮৪ মিনিটে আজদিন হ্রাসটিকের গোলেই জয়ের হাসি হাসে অস্ট্রেলিয়া। এর আগে ম্যাচের ৫৩ মিনিটে অস্ট্রেলিয়ার জ্যাকসন ইরভাইন প্রথম গোলের মুখ খুলেছিলেন। তবে আমিরশাহির কাইয়ো কানেদো ৫৭ মিনিটেই সমতা ফেরান। তবে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই। কাতারের টিকিট নিশ্চিত করতে অস্ট্রেলিয়া আগামী সপ্তাহে পেরুর সঙ্গে খেꦑলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।