সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি করিম বেঞ্জেমা। সংবাদ সংস্থা এএফপি ইত্তিহাদ ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে খবরটি আগেই জানিয়েছিল। এর আগে ইএসপিএন তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, সৌদি আরবের ফুটবলে নাম লেখাচ্ছেন বেঞ্জেমা, যদিও সেই খবর তখন অস্বীকার করেছিলেন রিয়ালের প্রাক্তন এই ফুটবলার। তবে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমা এবার পাকাপাকি ভাব🐼ে সিআরসেভেনের প্রতিপক্ষ হয়েছেন। অবশেষে গুঞ্জনই সত্যি হল। কারণ রোনাল্ডো আগেই সৌদির পথে গিয়েছিলেন এবার সেই পথে গেলেন করিম বেঞ্জেমা।
রোনাল্ডোর ক্লাবের প্রতিপক্ষ ক্লাব আল ইত্তিহাদের জার্সি নিজের হাতে তুলে নিলেন ফরাসি তারকা। একসময়ে রিয়ালে রোনাল্ডোর সতীর্থ ছিলেন বেঞ্জেমা। এবার সৌদি লিগের দুই দলে দুই তারকা। তাঁদের লড়াইটাও উপভোগ্য হবে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা। তিন বছরের জন্য আল ইত্তিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বেঞ্জেমা। করিম বেঞ্জেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত হয়েছে। এই চুক্তি কত টাকার, তা ক্লাবের বিবৃতিতে উল্লেখ নেই। তবে দলবদল বিষয়ে নির্ভরযোগ্য ইতালীয় সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর দাবি, বেঞ্জেমা বছরে পাবেন ২০ কোটি ইউরো। উল্লেখ্য, আল ইত্তিহাদ এবার স🅰ৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে।
রিয়াল মাদ্রিদে ১৪ বছর খেলে ছিলেন করিম বেঞ্জেমা। সেই ২০০৯ সালে সই করেছিলেন মাদ্রিদের বিখ্যাত ক্লাবে। খেলেছেন ৬৫৪টি ম্যাচে। রিয়ালের জার্সি গায়ে গোল করেছেন ৩৫৪টি। রিয়ালের হয়ে বেঞ্জেমা জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা দেল রে। ব্যালন ডি অর জয়ী বেঞ্জেমাকে সই করানো বড় পদক্ষেপ হিসেবেই মনে করছে আল ইত্তিহাদ। বেঞ্জেমাকেꦓ বিশ্ব ফুটবলের আইকন বলে দাবি করে আল ইত্তিহাদের সভাপতি আনমার বিন আবদুল্লাহ আল হেইলে বলেছেন, ‘বর্তমান ব্যালন ডি’অর–জয়ীকে রিয়াল মাদ্রিদ থেকে কেনা ইত্তিহাদ ক্লাবের জন্য অনেক বড় মাইলফলক। করিম বেঞ্জেমা একজন ফুটবল আইকন।’ ক্লাবের তরফে বলা হয়েছে, ‘এখনও পর্যন্ত ক্লাবের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ট্রান্সফার। সৌদি প্রো লিগের জার্নিতে এটা বিরাট এক পদক্ষেপ। বিশ্ব ফুটবলের অন্যতম গন্তব্য হিসেবে মান্যতা পাবে সৌদি প্রিমিয়ার লিগ।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
নতুন ক্লাবে সই করে ৩৫ বছর বয়সি ফরাসি তারকা বেঞ্জেমা নতুন লিগে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘ভিন দেশের এক নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে রয়েছি। ইউরোপে এবং স্পেনে খেলে দুর্দান্ত কিছু জ🐼িনিস অর্জন করতে পেরেছি। নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু পরিকল্পনায় নামার এটাই সবথেকে সঠিক সময়। আমার দলের নতুন সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একসঙ্গে মিলে সৌদি আরবের ক্লাবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘নতুন এক ফুটবল লিগ, নতুন দেশে খেলা নিয়ে আমি রোমাঞ্চিত। আল ইত্তিহাদের দুর্দান্ত এক ইতিহাস আছে। আমি ভাগ্যবান, ইউরোপে অনেক দারুণ কিছু অর্জন করতে পেরেছি। স্পেনে, ইউরোপে সম্ভাব্য সবকিছু জিতেছি। তাই আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT A🎃pp থেকেও। এবার HT 𒀰App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।