🏅 Rivalry between Lionel Messi and Cristiano Ronaldo: আধুনিক ফুটবলে দীর্ঘদিন ধরে একটা লড়াই চলে আসছে। সেই লড়াইয়ের নেপথ্যে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই ফুটবলারর মধ্যে সেরা কে? এই নিয়ে দীর্ঘ দিন ধরেই লড়াই চলছে। বর্তমানে দুজনই তাদের কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। ভক্ত ও বিশেষজ্ঞরা দুজনের মধ্যকার শ্রেষ্ঠত্ব নিয়ে বিভক্ত এবং কেউই নির্দিষ্টভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে মেসি সবসময় নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছেন এবং তিনি বিতর্কে কখনও জড়াননি। অন্যদিকে, রোনাল্ডো বরাবরই স্পষ্টবাদী থেকেছেন এবং বহুবার নিজেকে সর্বকালের সেরা খেলোয়াড় বলে দাবি করেছেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী বলেছিলেন?
💯রোনাল্ডোর সাম্প্রতিক বক্তব্য আসে একটি স্প্যানিশ টেলিভিশন শো-তে, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, ‘আমি পরিসংখ্যানের কথা বলছি। আমি মনে করি আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়, যে কখনও ফুটবল খেলেছে। আমার মতে, আমি-ই সেরা। আমি ফুটবলের প্রতিটি দিক ভালোভাবে করতে পারি: হেড, ফ্রি-কিক, বাঁ-পা, গতি, শক্তি—সবই আমার রয়েছে। একটা ব্যাপার হল ব্যক্তিগত পছন্দ—আপনি যদি মেসি, পেলে, মারাদোনাকে পছন্দ করেন, আমি সেটা বুঝি এবং সম্মান করি। তবে যদি কেউ বলে আমি পরিপূর্ণ নই, সেটা আমি মানতে পারি না... আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি কখনও আমার চেয়ে ভালো কাউকে দেখিনি, এবং আমি এটা হৃদয় থেকে বলছি।’
🥃প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা কে? এটা পরিসংখ্যানের ব্যাপার। শেষ কথা। ইতিহাসের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছেন হেড, বাঁ-পা, পেনাল্টি, ফ্রি-কিক থেকে? আমি কিছুদিন আগে দেখছিলাম—আমি বাঁ-পায়ে খেলা সেরা ১০ গোলদাতার মধ্যে একজন, যদিও আমি বাঁ-পা নির্ভর নই। আমার হেড, ডান পা, পেনাল্টি—সব ক্ষেত্রেই শীর্ষে।’
অ্যাঞ্জেল দি মারিয়া প্রতিক্রিয়ায় কী বললেন?
🅷আর্জেন্তিনার তারকা অ্যাঞ্জেল দি মারিয়া, তিনি বিরল কয়েকজন ফুটবলের একজন। আসলে রোনাল্ডো ও মেসি উভয়ের সঙ্গেই খেলেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। রোনাল্ডোর দাবির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় তিনি রোনাল্ডোর সতীর্থ ছিলেন এবং আর্জেন্তিনার হয়ে মেসির সঙ্গেও খেলেছেন অ্যাঞ্জেল দি মারিয়া খেলেছেন। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের সময়, যেখানে তিনি ফাইনালে গোলও করেছিলেন।
💟ইনফোবায়ে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেল দি মারিয়া খেলেছেন বলেন, ‘আমি অবাক হইনি, কারণ আমি তার সঙ্গে চার বছর কাটিয়েছি। সে সবসময় এভাবেই কথা বলে। সে সবসময় নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন, তবে দুর্ভাগ্যজনকভাবে, সে এমন একটা সময়ে জন্মেছে, যখন বিশ্ব ফুটবলে আরেকজন জন্মেছেন, যাকে জাদুর কাঠির ছোঁয়া দেওয়া হয়েছে, তিনি হলেন লিওনেল মেসি।’
আরও পড়ুন …. 𓂃ভিডিয়ো: ভারতীয় অধিনায়ক স্বার্থপর নাকি নিঃস্বার্থ? রোহিতকে নিয়ে অশ্বিনের নিখুঁত বিশ্লেষণ
🅘এরপরে অ্যাঞ্জেল দি মারিয়া আরও বলেন, ‘বাস্তবতা হল পরিসংখ্যানই সব বলে দেয়। একজনের রয়েছে ৮টি ব্যালন ডি’অর, অন্যজনের ৫টি। এটি একটি বিশাল পার্থক্য। বিশ্বকাপ জেতাটাও একটি বিশাল পার্থক্য, দুটি কোপা আমেরিকা জেতাও বিশাল ব্যাপার। অনেক পার্থক্য রয়েছে, অনেক। তারপর আপনি যখন তাকে খেলতে দেখবেন, প্রতি মিনিটে অনুভব করবেন, সে যেন নিজের বাড়ির উঠোনে খেলছে। সে সবসময় একরকম গোল করে এবং তা করে যাচ্ছে। এবং গত ১৮-২০ বছর ধরে সেটাই করে আসছে।’
আরও পড়ুন …. ꧋ঘরোয়া ক্রিকেটে রান করেও ভারতীয় দলে জায়গা হয়নি, এবার অজিত আগরকরকে জবাব দিলেন করুণ নায়ার
🔜অ্যাঞ্জেল দি মারিয়া আরও বলেন, ‘এতদিন ধরে সে একই কাজ করছে, অথচ সকলেই বলে, ‘তুমি তো জানো সে কী করতে যাচ্ছে,’ তাহলে যাও, তাকে মার্ক করো, কিন্তু সে একই কাজ করেই যাবে। ৪০ বছর বয়সেও সে ঠিক একইভাবে টিকি-টাকা খেলবে। সেটাই বাস্তবতা। তবে, রোনাল্ডোও এরকমই। সে সবসময় এমন বক্তব্য দিয়ে এসেছে। সে সবসময় নিজেকে সেরা বলে দাবি করেছে। কিন্তু আমার মতে, লিও মেসি-ই বিশ্বের এবং ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, এতে কোনও সন্দেহ নেই।’
আরও পড়ুন …. 🦹রোহিতকে বললাম আমার হাত গেছে… ভাঙা আঙুল নিয়ে শতরানের ইনিংস! ICC World Cup 2019-র স্মৃতি মনে করালেন ধাওয়ান
মেসি ও রোনাল্ডোর: পরিসংখ্যান ও অর্জন
๊রোনাল্ডো ও মেসি দুজনই ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাদের দুজনের সম্মিলিতভাবে ৭৭টি অফিসিয়াল শিরোপা রয়েছে। মেসির ৪৪টি ও রোনাল্ডোর ৩৩টি। এ ছাড়া, তারা বহুবার এক মরশুমে ৫০-এর বেশি গোল করেছেন এবং ফুটবলের অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে বিতর্কের শেষ নেই। একজন ব্যক্তিগত অর্জন ও শারীরিক ক্ষমতার ভিত্তিতে নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করেন, আর অন্যজন তার ফুটবলীয় জাদু, শিরোপা ও ধারাবাহিকতা দিয়ে তা প্রমাণ করে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।