ইস্টবেঙ্গলের জন্য শুভেচ্ছা বার্তা দিলেন মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে নামার আগে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদে💙র শুভেচ্ছা জানালেন সবুজ মেরুন কর্তা। বর্তমানে দুরন্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। চলতি কলিঙ্গ সুপার কাপ꧟ের ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছে তারা। বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছে লাল হলুদ ব্রিগেড। বুধবার তারা জামশেদপুর এফসি'র বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল। এই ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দল ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি করেছিল। হিজাজির গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল । আর ৪৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে ছিলেন সিভেরিও। এই জয়ের ফলে চলতি মরশুমে দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। এর আগে ডুরান্ডের ফাইনালে উঠেছিল তারা। এবার সুপার কাপের ফাইনালে উঠল। তবে টুর্নামেন্টের ফাইনালে নামার আগে ইস্টবেঙ্গলের ফুটবলের জন্য শুভেচ্ছা বার্তা দিলেন মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত।
কলিঙ্গ কাপের ফাইনালে ইস্টবেঙ্গল নামার আগে দেবাশিস দত্ত বললেন, ‘আমি ইস্টবেঙ্গল ক্লাবকে সবসময়ই আন্তরিক শুভেচ্ছা জানাব। তারা যেন জয়লাভ করতে পারে। আমি চাই সুপার কাপ যেন ইস্টবেঙ্গলই জিততে পারে। মোদ্দা কথা, বাংলা ফুটবলের পতাকা গোটা দেশের বুকে উঁচু করে রাখতে হবে।’ আসলে এই কথা বলতে গিয়ে মোহনবাগানের কর্তা নি𓄧জেদের সাফল্যকে মনে করিয়েছেন। যদিও ইস্টবেঙ্গলকে সমর্থন করতে গিয়ে মহমেডানের কথাও তিনি বলেন।
এই সময়ে দেবাশিস দত্ত বলেন, ‘দেখুন ইস্টবেঙ্গল বহুদিন ধরেই কোনও জাতীয় ট্রফি পায়নি। আমরা একাই বাংলা ফুটবলের সেই পতাকা বহন করে চলেছি। সেই জায়গায় ওরা যদি অন্তত 🐟একটা টুর্নামেন্টও জিততে পারে, তাহলে সেটা বাংলা ফুটবলেরই মঙ্গল হবে। মোহনবাগান এই বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর ইন্ডিয়ান সুপার লিগ। এবার যদি ইস্টবেঙ্গল সুপার কাপটা জিততে পারে, তাহলে অন্তত বাংলার পতাকা উড়বে। এটাই আপাতত আমার সবথেকে বড় চাওয়া।’
এই সময়ে মহমেডানের কথা বলতে গিয়ে দেবাশিস দত্ত বলেন, ‘মহমেডানও ভালো করছে, আইলিগে ওরাও দারুণ পারফর্ম করেছিল, ফলে আꦡশা করব মহমেডানও ট্রফি জিতুক। কারণ আই লিগে মহমেডান অনেকটাই এগিয়ে রয়েছে। আশা করব, ওরা আই লিগ চ্যাম্পিয়ন হবে।’ মোহনবাগান কর্তার এই কথাও ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা খুশি হবে তা বলা কঠিন তবে প্রতিপক্ষের সমর্থন পেয়ে হয়তো কার্লেস কুয়াদ্রা💜তের দল বাড়তি অক্সিজেন নিয়ে খেলতে পারে। তবে যদি সুপার কাপে ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে বাংলা ফুটবলের যে লাভ হবে সেটা বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।