গত মরশুমে আইএসএলের লিগ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ফাইনালে পৌঁছেও শিরোপা অধরা থেকে গিয়েছিল তাদের। এবার শিরোপা জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। আন্তোনিয়ো লোপেজ হাবাসের পরিবর্তে এই মরশুমে কোচ হয়ে মোহনবাগানে যোগ দিয়েছে জোসে মোলিনা। তিনি এবার স্পেন থেকে দু'জন সহকারীকেও ন𒊎িয়ে আসছেন। তবে মোলিনার কোচিং স্টাফের দলে থাকছেন বাস্তব রায়ও।
এই মরশুমে কলকাতা লিগকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট। যার ফল কিন্তু সবুজ-মেরুনের খেলাতেও পড়েছে। এমন কী ডুরান্ড কাপ নিয়েও তাদের বিশেষ আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। প্রসঙ্গত, মোহনবাগান কিন্তু গত বারের ডুরান্ড কাপ♑ চ্যাম্পিয়ন। অথচ ডুরান্ডের প্রথম ম্যাচের আগে শহরেই এসে পৌঁছাবেন না মোলিনা। ডুরান্ডে বাগানের প্রথম ম্যাচ টুর্নামেন্টের শুরুর দিন, শনিবার (২৭ জুলাই)। ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড তাদের অভিযান শুরু করবে। তবে দলের হেড কোচ শহরে এসে পৌঁছবেন রবিব𝐆ার।
আরও পড়ুন: তেকাঠির তলায় শক্তি বাড🧜়াতে এবার যুব বিশ্বকꦛাপে খেলা গোলকিপারকে সই করাল মোহনবাগান
মোহনবাগান দিবস থেকে প্রস্তুতি শুরু
২৯ জুলাই অর্থাৎ মোহনবাগান দিবস থেকেই অনুশীলন শুরু করবে সবুজ-মেরুনের সিনিয়র দল। তার আগের দিনই শহরে পা রাখার কথা মোলিনার। এদিকে ১৮ অগস্ট ডুরান্ড কাপের ডার্বি রয়ে⛎ছে। সেই ম্যাচে কি পূর্ণশক্তির দল নিয়েই খেলবে বাগান? সেই নিয়ে জল্পনা রয়েছে। সব বিদেশি ফুটবলার এখনও কলকাতায় এসে পৌঁছাননি। ফলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়নরা কাদের নিয়ে খেলবে, সেটা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: CFL 2024: ইস্টব🔥েঙ্গলে জয়ের ধারা অব্যাহত, বেলাইন হয়ে গেল রেল, গ্রুপ লিগের শীর্ষে লাল-হলুদ
সহকারীদের বেছে নিয়েছেন মোলিনাই
নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ হিসেবে থ꧟াকছেন বাস্তব রায়। এছাড়া গোলকিপার কোচ হিসাবে মোলিনা নিয়ে আসছেন ফ্রান্সিস্কো নিয়নকে। ফিটনেস কোচ হিসাবে নেওয়া হয়েছে স্পেনের সের্জিয়ো গার্সিয়া টোরিবায়োকে। মোলিনা সহকারী কোচ হিসাবে বেছে নিয়েছেন সার্বিয়ার ইগর তাসেভেস্কিকে। দীর্ঘদিন ধরে সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত বাস্তব। তিনি এর আগেও মলিনার সহকারী হিসেবে ছিলেন। বাস্তব সম্প্রতি এএফসি প্রো লাইসেন্স পেয়েছেন। মোলিনার প্রধান সহকারী ইগর খেলোয়াড় জীবন কাটিয়েছেন স্পেনে। লা লিগার ক্লাব ভিয়ারিয়েলের সঙ্গে কোচ হিসাবে যুক্ত ছিলেন। যে ক্লাবের এক সময় কোচ ছিলেন মোলিনাও।
স্প্যানিশ কোচের লক্ষ্য
মোলিনার হাত ধরে এর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। এবার সবুজ-মেরুন ব্রিগেডকে চ্যাম্পিয়ন করা তাঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যেই তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন। গত মরশুমের চেয়েও এবার শক্তিশালী দল গড়েছে বাগান। তার আগে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি জিতে❀ আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই সবুজ-মেরুন শিবিরের প্রাথমিক লক্ষ্য থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।