পাখির চোখে ফিফা বিশ্বক🐎াপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপ। আর সেই লক্ষ্য সামনে রেখে আজ (শুক্রবার, ১৩ অক্টোবর) ‘মিনি এশিয়া কাপ’ মারডেকা কাপে নাম꧙ছে ভারত। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। যা মূলত ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। আগামী নভেম্বরে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার আছে। আর তারপর ২০২৪ সালের জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপ আছে।
মারডেকা কাপে কোন কোন দল আছে?
এবার মারডেকা কাপে মোট চারটি দল খেলা💟র কথা ছিল - ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান এবং প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইন নাম তুলে নেওয়ায় তিনটি দল নিয়েই মারডেকা কাপ খেলা হবে। আর ফিফা র্যাঙ্কিং অনুযায়ী সবথেকে এগিয়ে আছে ভারত। ভারতের ফিফা র্যাঙ্কিং ১০২। ফিফা র্যাঙ্কিংয়ে ১১০ নম্বরে আছে তাজিকিস্তান। আর মালয়েশিয়ার ফিফা র্যাঙ্কিং হল ১৩৪।
সেই পরিস্থিতিতে ইতিমধ্যে ফাইনালে উঠে গিয়েছে তাজিকিস্তান। আজ ভারত বনাম মালয়েশিয়ার মধ্যে যে দল জিতবে, সেই দল আগ🐈ামী🤪 ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে। সেদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকে সেই ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, ভারত এবং মালয়েশিয়া শেষবার মুখোমুখি হয়েছিল ২০১১ সালে। কলকাতায় সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ভারত।
মারডেকা কাপে ভারতের ইতিহাস
১৯৫৯ সাল থেকে মারডেকা কাপে অংশগ্রহণ করছে ভারত। মোট ১৭ বার অংশগ্রহণ করে🦂ছে (এবার ১৮ বার হতে চলেছে)। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করার পর থেকে সবথেকে বেশিবার যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ভারত, সেটা হল মারডেকা কাপ।
তবে ২০০১ সালে শেষবার মারডেকা কাপে খেলেছিল ভারত। সেই বছর তিনটি ম্যাচেই হেরে গিয়েছিল ভারত - মালয়েশিয়া (১ಌ-২), থাইল্যান্ড (০-২) এবং উজবেকিস্তান (১-২)🥃। সার্বিকভাবে মারডেকা কাপে ভারতের সেরা পারফরম্যান্স এসেছিল ১৯৫৯ সাল এবং ১৯৬৪ সালে। সেই দু'বার রানার্স-আপ হয়েছিল ভারত।
কোথায় মারডেকা কাপে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ হবে?
শুক্রবারꦏ মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মারডেকা 🌠কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।