৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটিয়েছে আর্জেন্তিনা। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। আর্জেন্তিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে সেলিব্রেশনটাও ছিল বেশ বর্ণাঢ্য। তবে এর মধ্যেই বিশ্বকাপে দুর্দান্ত সব সেভ করা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আচরণℱ বিতর্কের জন্ম দিয়েছে। যে কারণে আর্জেন্তাইন সতীর্থ থেকে শুরু করে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীও মার্টিনেজের সমালোচনা করেছেন। এতদিন পরে সে বিষয়েই মুখ খুলেছেন আর্জেন্তিনার গোলরক্ষক মার্টিনেজ।
ক্রী♒ড়াবিষয়ক ফরাসি সংবাদ মাধ্যম ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়🧔া এক সাক্ষাৎকারে আর্জেন্তাইন গোলরক্ষক সেই বিষয়ে বিস্তারে ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য, সতীর্থদের সঙ্গে মজার ছলে এমনটি করেছেন তিনি, এমনটা করে তিনি কাউকে আঘাত দিতে চাননি। আসলে কাউকে আঘাত দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পরে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে লিওনেল মেসিদের জন্য বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিন। সেই সময় উৎসবের নগরীতে পরিণত হয়েছিল পুরো বুয়েন্স এইরেস। রাস্তায় উল্লেসিত জনতা দেশের বীরদের বরণ করে নিয়েছিলেন। প্রবল উৎসাহে মেসিদের অভ্যর্থনা জানান হয়েছিল। মার্টিনেজ জানিয়েছেন ঠিক তখনই আর্জেন্তিনা ফুটবল দলকে নিয়ে ছুটে চলা বাসে এমবাপের পুতুল ছুড়ে দেওয়া হয়।
আরও পড়ুন… IND vs AUS: ফের ক্যাচ ছাড়লেন কোহলি, 🐲এবার ওয়ার্নারের জল-ভাত ক্যাচ ধরতে পারলেন না বিরাট- ভিড♌িয়ো
মার্টিনেজ বলেন, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ে ♎মারছিল। পুরো পথে অন্তত একশ’র মতো পুতুল এসেছিল আমাদের কাছে। এর মধ্যে এমবাপের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নিই। ওটা কয়েক সেকেন্ডের মতো♔ আমার হাতে ছিল। এরপর আবার বাইরে ছুড়ে দিই। ঘটনা এটাই হয়েছিল।’
এমবাপেকে নিয়ে মজা করার কথা উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘এখানে এমবাপেকে নিয়ে আমি কীভাবে মজা করলাম? সে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল...আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপেকে অতিশয় সম্মান করি এবং এটাও 🅰বলে দিচ্ছি,✨ আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে–ই সেরা।’
এছাড়াও পেনাল্টির আগে প্রতিপক্ষ খেলোয়াড়কে বিভ্রান্ত করাসহ বেশকিছু অভিযোগ রয়েছে মার্টিনেজের বিরুদ্ধে। তার এ🎶সব আচরণ ঠিকভাবে নেয়নি ফিফা। তাই ভবিষ্যতে যাতে কেউ এমনটা না করতে পারে সে কারণে নড়েচড়ে বসছে আন্তর্জাতিক ফুটব♏লের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’র খবরে জানানো হয়, ফিফার পরবর্তী সভায় পেনাল্টি নিয়মে বড়সড় পরিবর্তন আনা হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।