আই লিগ জিততে মরিয়া মহমেডান স্পোর্টিং। তাদের আসল লক্ষ্য, আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলা। তার জন্য মরিয়া মহমꦬেডান নতুন করে দল সাজাচ্ছে। জানা গিয়েছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তারা একজন বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলেছে, যাতে আই লিগ চ্যাম্প🤪িয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়।
মঙ্গলবার সকালে মহমেডান সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার অনূর্ধ্ব-২১ দলে খেলা এক ফুটবলারকে দেখা যাবে ক🔯লকাতার ক্লাবের জার্সিতে। রাশিয়ার ইভজেনি কোজলভকে তাঁরা সই করিয়ে বলে খবর। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী, এই বিদেশি ফুটবলারের দাম আকাশছোঁয়া। ভারতীয় বাজারমূল্যে ২ কোটি 🌟টাকার কিছু বেশি। মূলত আক্রমণের জোর বাড়াতেই ইভজেনি কোজলভকে সই করিয়েছে মহমেডান, এমনটাই খবর। ইতিমধ্যে একাধিক দেশের বিভিন্ন ক্লাবে খেলে ফেলেছেন এই তরুণ। অভিজ্ঞ উইঙ্গার মহমেডান স্পোর্টিংয়ে প্রচুর জ্ঞান এবং দক্ষতা নিয়ে আসে এবং তাঁর সাদা-কালো ব্রিগেডে যোগ দেওয়াটা মহমেডানের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Serie A-তে রোমার খারাপ পারফরম্যান্সের জের, চাকরি গেল মোরিনহোর, নতুন ক♒োচের নাম ঘোষণা ক্লাবের
ইভজেনি কোজলভ সম্ভবত ফ্রি ফুটবলার হিসেবেই যোগ দিচ্ছেন কলকাতার সাদা-কালো ব্রিগেডে। ২৮ বছর বয়সী ইভজেনি কোজলভ মূলত উইংয়ে খেলেন। ডান ও বাঁ-দিক🍰- দুই উইংয়েই খে🐓লতে তিনি স্বচ্ছন্দ। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
এবার আই লিগ জিততে মܫরিয়া হয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। দলকে চ্যাম্পিয়ন করতে অভিজ্ঞ রাশিয়ান কোচকে ফিরিয়ে আনা হয়েছে। মরশুমের শুরু থেকে ভালো ফর্মে রয়েছে ক্লাব। আই লিগের ১১টি ম্যাচ খেলে পয়েন্ট টেবলের শীর্ষ স্থান ধরে রেখেছে সাদা-কালো ব্রিগেড। ১১ ম্যাচে তারা ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরের থেকে সাত পয়েন্ট এগিয়ে সাদা-কালো ব্রিগেড। এখনও পর্যন্ত চলতি আই লিগের একটি ম্যাচেও হারেনি মহামেডান স্পোর্টিং। জিতেছে আটটি ম্যাচ। আর তিনটি ম্যাচ ড্র করেছে তারা।
বছরের শেষে সাময়িক বিরতি ছিল মহমেডান ফুটবলারদের। সেই ছুটি কাটিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের অনুশীলনে যোগ দিয়েছেন তাঁরা। তাঁদের লক্📖ষ্যে এখন একটি, দ্বিতীয় লেগে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে শি𝔍রোপা জেতা। সেই লক্ষ্যে অবশ্য মহমেডান এখন অনেকটাই এগিয়ে রয়েছে।
মহমেডান আইএসএল খেললে, কলকাতা থেকে তিন ক্লাবই ভারতের এক নম্বর টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সেক্ষে⛦ত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান- তিন ক্লাব বহু দিন পর দেশের এক নম্বর টুর্নামেন্টে অংশ নেবে। তবে তার আগে সাদা-কালো ব্রিগেডকে আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।