এবছরের মতো ACL ২ আর খেলা হচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের। ইরানে ম্যাচ না খেলতে যাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে AFC। অনেকে এই সিদ্ধান্তকে দ্বিচারিতাও মনে করছেন। AFC-র সিদ্ধান্তে খুশি নন মোহনবাগানের হেড কোচ হোসে মোলিনাও। বর্তমানে ISL-এ ভালো ছন্দে রয়েছে মোহনবাগান। এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে তারা। জয় পেয়েছে ৪টিতে। ড্র করেছে ১টি ম্যাচ এবং হেরেছে ১টি ম্যাচ। সব মিলিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২ নম্বরে রয়েছে মোহনবাগান। যদিও শুরুটা এতো ভালো হয়নি। ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল তাদের। সেই সময় কোচ মোলিনাকে নিয়ে 𒉰সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন কোচ মোলিনা। সেখানেই ACL ২ থেকে ছিটকে যাওয়া প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন তিনি।
মোহনবাগানের কোচ হওয়া প্রসঙ্গে কী বলছেন মোলিনা:
সাক্ষাৎকারে হোসে মোলিনা জানান দীর্ঘ মেয়াদি চুক্তি তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। 🔯তিনি বলেছেন, ‘আমার কাছে চুক্তি মানে হল এক টুকরো কাগজ। যেটা আমায় সই করতে হয়। আমি এখানে এসেছি কারণ মোহনবাগান আমায় চেয়েছে এবং আমিও মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে চেয়েছি। যদি এই ২ পক্ষের মধ্যে কোনও এক পক্ষ কখনও অখুশি হয়, তাহলে মনে হয় হাত মিলিℱয়ে সরে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।’
মোহনবাগানের AFC ACL ২ থেকে বাদ পড়া প্রসঙ্গে কী বলছেন মোলিনা:
তিনি বলেন, ‘AFC-র সিদ্ধান্তে আমি খুশি হতে পারছি না। আমার দল এশীয় স্তরে খেলুক এটাই পছন্দ করব। কিন্তু এখন আমাদের হাতে কিছু নেই। তাই সব ফোকাস ইন্ডিয়ান সুপার লিগে করতে হবে। আমাদের এবছরও ভালো খেলে ISL চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে, যাতে আগামী বছর আবার AFC প্রতিযোগিতায় খেলতে পারি এবং প্রমাণ করতে পারি ভারতীয় ফুটবল ক্লাবও এশীয় স্তরে শক্তিশালী পারফরম্যান্স করতে পারে।’ মোহনবাগানকে এবার চিন্তায় রাখছে হলুদ কা🅷র্ড সমস্যা। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ২২টি হলুদ কার্ড দেখেছে বাগান ফুটবলাররা। এবিষয়ে কোচ বলেছেন, ‘এটা চিন্তার বিষয় নয়। এটা রেফারির সিদ্ধান্ত, তারা ভুল বা ঠিক হতেই পারে। মোহনবাগান আমাকে এখানে ফেয়ার প্লে ট্রফি জেতার জন্য নিয়ে আসেনি। যদি 𝕴২টো জিততে পারি অবশ্যই সেটা ভালো। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।