আর মাত্র দুদিনই পরই সল্টলেক স্টেডিয়ামে আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস এবং নকআউট চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষ মুম্বই আইএসএলের অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে তাই মোহনবাগান যে খুব অ্যাড𝄹ভান্টেজ পাবে সেটা আশা করা বোকামি। এরই মধ্যে বাগান কোচের চিন্তা বাড়িয়েছে দলের সেরা ফুটবলার জেমি ম্যাকলারেনের চোট। প্রায় দেড় মাস হতে চললেও এখনও ফুল ফিট🔜 হয়ে উঠতে পারেননি জেমি। হাল্কা অনুশীলন করছেন, অধিকাংশ সময় কাটাচ্ছে বরফ বেঁধে। সাধারণত বিদেশি ফুটবলারদের আবহাওয়াগত সমস্যা হয় নতুন দেশে মানিয়ে নিতে। কিন্তু ফিটনেস টেস্টে পাশ করে আসা অজি বিশ্বকাপারের চোট নিয়ে সন্দিহান মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।
আরও পড়ুন-Subhman Gill-ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ই𝔉শান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল…
ম্যাচের মাত্র ৩ দিন আগেই ঘাড়ে বরফ লাগিয়ে লাখলেন ম্যাকলারেন। হাল্কা ফিজিকাল ট্রেনিং করলেন, বোঝাই গেল আগামী কয়েকটা ম্যাচে তাঁর খেলার𒁃 সম্ভাবনা কার্যত নেই। ভরসা বলতে সেই পেত্রাতোস এবং কামিন্স। এরই মধ্যে ভালো খবর বলতে, অনুশীলনে কিছুটা ফিট বলে মনে হল ডিফেন্সিভ মিডিয়ো আলবার্তো রদ্রিগেজকে, কদিন আগে চোট পেলেও অনুশীলনে ভালো লাগল তাঁকে। তবে মুম্বইয়ের ম্যাচে তিনি শুরু থেকে নাও থাকতে পারেন।
আরও প🔯ড়ুন-৬৭ মিনিটে মাঠে নামলেন এমবাপে! তার আগেই খেলা শেষ করলেন দেম্বেলেরা!ফ্রান্স ২-০ হারাল ব🌱েলজিয়ামকে…
সোমবার ছিল আইএসএ🗹ল শুরুর আগে মোহনবাগান ফুটবলারদের ওপেন ডোর অনুশীলন, অর্থাৎ কর্তা-সমর্থক সকলেরই আসার অনুমতি ছিল। সমর্থকরা পুস্প বৃষ্টি স্লোগান সবই দিলেন দিমিদের। কিন্তু চোট নিয়ে শঙ্কা মনের ভিতর গ্রাস করল তাঁদেরও। কারণ পেত্রাতোসও যে ফুল ফিট বা ছন্দে রয়েছেন তেমনটা ভাবা ভুল হবে। সেটা ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচেই বোঝা গেছে। রক্ষণের কথা তো যত কম বলা যায় ততই ভালো। হেক্টর য়ুসতে, আনোয়ার আলির একসঙ্গে বেরিয়ে য🎀াওয়া বাগানের রক্ষণে বড় ফাঁক তৈরি করেছে। চেনা সেই জমাট ভাব পুরো উধাও, যা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে মোলিনার।
আরও পড়ুন-ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইত✅ালির! আ🅠জ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
দীপেন্দু বিশ্বাসের সঙ্গে টম আলদ্রেডকে মুম্বই সিটি ম্যাচের আগে বেশ খানিক্ষণ আলাদা করে অনুশীলন করালেন কোচ মোলিনা। কিন্তু সমস্যা হল, দীপেন্দু ভালো ফুটবলার হলেও 💧আইএসএলের খেলার চাপ আছে ভালো। আর বিদেশি ফুটবলারদের বিপক্ষে পজিটিভ সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তাঁর খেলার অভিজ্ঞতা কম। গতবার কয়েকটা ম্যাচে আইএসএলে খেললেও আনোয়ার বা সন্দেশ ঝিংগানদের মতো রেগুলার তিনি খেলেননা, যেমন ওরা জাতীয় দলের হয়েও খেলে থাকে। ফলে আক্রমণের ফুটবলার কমিয়ে বাগানের রক্ষণকে সাপোর্ট দেওয়ার জন্য জোড়া ডিফেন্সিভ মিডিয়ো আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকেই মুম্বই ম্যাচে খেলাতে পারেন বাগান কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।