🍬 দল বদলের বাজারে ফের বড় চমক দিল মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপারের পর এবার লা লিগায় খেলা বড় ডিফেন্ডারকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। স্বাভাবিক ভাবেই ডুরান্ড কাপের আগেই বড় খবর পেলেন মোহনবাগান সমর্থকেরা।
๊সবুজ-মেরুন ইতিমধ্যেই কার্ল ম্যাকহিউকে ছেড়ে দিয়েছে। তাঁর জায়গায় এমন এক ফুটবলার নিতে চাইছিলেন কর্তারা, যিনি রক্ষণ ও মাঝমাঠের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারেন। আর তাই সেই হিসেবেই তাঁরা সই করালেন স্প্যানিশ সেন্টারব্যাক হেক্টর ইউস্তে। তিনি গত মরশুমেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেছেন। পাশাপাশি তিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবেও খেলতে পারেন।
𓂃এই মরশুমে হেক্টর ইউস্তে ফ্রি ফুটবলার। তাই তাঁকে আনতে কোনও বাড়তি খরচ করতে হচ্ছে না। কারণ ট্রান্সফার দিতে হচ্ছে না মোহনবাগানকে। তিনি এর আগে খেলেছেন সাইপ্রাসের ক্লাবে। স্পেনের এই সেন্টারব্যাক ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন দেশের ক্লাবেই। স্পেনের নামি তিন ক্লাব মালোর্কা, গ্রানাডা এফসি, কার্দিস ফুটবল ক্লাবেও টানা খেলেছেন হেক্টর ইউস্তে।
ꦕআরও পড়ুন: I-league চ্যাম্পিয়নকে প্রমোশন, Punjab FC যোগ দিল ISL-এ
ಌস্টপারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন তিনি। লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলেছেন ২০০-র বেশি ম্যাচ। লা লিগা প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আধ ডজন ম্যাচ।
𓂃শেষ যে সাইপ্রাসের ক্লাবে খেলেছেন, সেখানে ছিলেন পাঁচবছর। মোট ৯১টি ম্যাচ খেলে গোলও করেছেন দশটি। কোপা দেল রে এবং ইউরোপিয় মঞ্চেও খেলেছেন। ইউরোপা লিগে ১২টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গোল করার দক্ষতাও রয়েছে তাঁর। ক্লাব ক্যারিয়ারে প্রায় ৫০০-র কাছাকাছি ম্যাচ খেলেছেন। আর তাঁর ঝুলিতে গোল রয়েছে ২২টি।
✱আরও পড়ুন: অনিচ্ছাকৃত ভুলে বিপক্ষ দলের ফুটবলারের পা ভেঙে নিজেই কান্নায় ভেঙে পড়লেন মার্সেলো- ভিডিয়ো
ౠঅ্যাপলন লিমাসন ক্লাবে খেলার সময়ে এভার্টনের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ম্যাচ খেলেছিলেন হেক্টর। এভার্টনের বিরুদ্ধে শেষ মুহূর্তে হেক্টরের গোলে ড্র করে অ্যাপলন। এভার্টনের হয়ে গোল করেছিলেন ইংল্যান্ডের কিংদন্তি ফুটবলার ওয়েন রুনি। আর একটি গোল ভ্লাসিচের। সার্দিনেরোর গোলে এগিয়ে ছিল অ্যাপলন। সেখান থেকে রুনিদের বিরুদ্ধে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়া। ১০ জনে হয়ে পড়েছিল অ্যাপলন। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে গোল করে হার বাঁচান হেক্টর। স্প্যানিশ এই ডিফেন্ডার বড় মঞ্চে খেলা তারকা। সেই কারণেই মোহনবাগানের কোচ জুয়ান ফার্নান্দোও খুব খুশি।
🧔এখন মোহনবাগানের জুনিয়ররা কলকাতা লিগে দাপট দেখাচ্ছে। সিনিয়ররাও ডুরান্ডের প্রস্তুতি ব্যস্ত। বৃহস্পতিবার থেকে ডুরান্ড অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। এসবের মাঝেই মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের আগমনের খবর। যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিশেষ সূত্রে খবর, এই স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে মোহনবাগানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।