বড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্টস। এবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শেষ হয়ে গেল মোহনবাগানের। এএফসির কড়া শাস্তি🎃র মুখে পড়তে হল সবুজ মেরুন শিবিরকে। ইরানে অস্থির পরিস্থিতির মধ্যে সেদেশে দল নিয়ে যেতে চায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। ২ অক্টোবর হওয়ার কথা ছিল এসিএল ২তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের আওয়ে ম্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚযাচ।
আরও পড়ুন-জাতীয় দলের শিবিরে সাহালকে ছাড়া হচ্ছে না, জানালে♔ন মোলিনা! ৬ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত…
মোহনবাগান দল আগে থেকে বিমানের টিকিট থেকে হোটেল সবই বুক করে রেখেছিল খেলতে🧸 যাওয়ার জন্য। কিন্তু প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের মধ্যে যেভাবে ইরান জড়িয়ে পড়ে এবং সেদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়, তাতে ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে এখন ম্যাচ খেলতে যেতে চায়নি মোহনব🔥াগান, সেই ম্যাচ তখন ওয়াকওভার পায় ইরানের ক্লাব। এরপরই শাস্তি স্বরূপ লিগ থেকেই ছেঁটে ফেলা হল মোহনবাগানকে।
আরও পড়ুন-সেরা ক্রিকেটার ক্যালি𓆏স, সেরা ব্যাটার লারা! সচিনকে ঈর্ষা করে এ কি বললেন পন্টিং!
কি ঘটনা ঘটেছিল এসিএল ২-তে?
২ অক্টোবরের ট্র্যাক্টর এফসি ম্যাচের আগে এএফসিকে মোহনবাগান দলের তরফ থেকে ৩৫ জন ফুটবলারের সই করা চিঠি পাঠানো হয়েছিল। ফুটবলাররা নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করায়, ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই পরিস্থিতিতে ম্যাচ খেলতে যাওয়া ইরানে সম্ভব নয়। পাল্টা ট্র্যাক্টর এফসি দাবি করেছিল, মোহনবাগান ১০ গোল খাবে বুঝতে পেরেই সেদেশে যায়নি। এছাড়াও সরকারের তরফে ভিসা পাওয়ারও একটা বিষয় ছ🍨িল বাগানের। বেঙ্গালুরু ম্যাচের পরই সেখান থেকে ম্যাচ খেলতে ইরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও সেদেশে অস্থির পরিস্থিতির জন্য বাগান দল কলকাতায় ফিরেছিল।
আরও পড়ুন-ভিডিয়ো- নেট সেশনে ক🔯্রিকেটারদের শট বিশ্লেষণ! উদ্বুদ্ধ করার নয়া টেকনিক স্কাইয়ের!
মোহনবাগানকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত-
এবার এএফসির তরফে জানিয়ে দেওয়া হল, কোন দল একটি ম্যাচে না খেলা মানে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেওয়া। অর্থাৎ সরাসরি ন♛ির্বাসন বা শাস্তির নিদান না থাকলেও, এক ম্যাচ না খেলার জন্য মোহনবাগানকে আর বাকি ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে না এসিএল ২তে। যদিও সবুজ মেরুন শিবিরের তরফে ২ অক্টোবরের ট্র্যাক্টর এফসি ম্যাচ পিছিয়ে দেওয়ার অথবা অন্য🦩 ভেনুতে করারও আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন-শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দ😼েখালেন জোকারও…
এএফসির আর্টিকেল কি বলছে?
এএফসির তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, ‘আর্টিকেল ৫.২ এর ধারা অনুযায়ী মোহনবাগান ম্যাচ খেলতে ইরানে না পৌঁছানোয়, ধরে নেওয়া হচ্ছে যে তাঁরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মোহনবাগানে এই প্রতিযোগিতার সব ম্যাচ আর্টিকেল ৫.৬ ধারা অনুযায়ী বাতিল হয়ে গেল। ৮.৩ নম্বর ধারা অনুযায়ী এএফসির ম্🎉যাচের কোনও গোল বা পয়েন্ট, ক্রমতালিকা বেরনোর সময় গন্য করা হবে না ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।