বদলে গেল মোহনবাগানের এএফসি কাপের ম্যাচের সময়। ২৪ অক্টোবর কলকাতার দলটির ম্যাচ ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। সেটি বাগানের হোম ম্যাচই ছিল। তবে দুর্গাপুজোর কারণে সেই ম্যাচে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে, যুবভারতীতে আর সেই ম্যাচ করা সম্ভব হচ্ছে না। ২৪ অক্টোবর দশমী পড়েছে। বহু জায়গায় ভাসান রয়েছে। সব মিলিয়ে কোনও ভাবেই ম্যাচের জন্য আলাদা করে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। তাই ম্যাচটি এখন খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ভেন্যু বদলের পরে, এবার বদলে গেল খেলার সময়ও। প্রথমে ম্য়াচটি হওয়ার কথা ছিল দুপুর সাড়ে তিন🌳টে থেকে। এখন সেই ম্যাচের সময়ই বদলে গিয়ে হবে রাত সাড়ে ন'টা থেকে।
আসলে একই দিন ওড়িশা এফসি-র সঙ্গে মলদ্বীপের টিম মাজিয়ার খেলা রয়েছে। ওড়িশার সেটি হোম ম্যাচ। খেলা একই স্টে✨ডিয়ামে। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা সেই ম্যাচ। এই ম্যাচটি শেষ হওয়ার পরেই শুরু হবে মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান এসজি-র পক্ষ থেকে।
চলতি এএফসি কাপের গ্রুপ লিগ পর্বে ভারতের দুই ক্লাব মোহনবাগান এসজি এবং ওড়িশা এফসি রয়েছে একই গ্রুপে।দুই দলই রয়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ লিগের দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জয় পেয়েছে মোহনবাগান। সেই সঙ্গে তারা এই গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। ২ ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে মাজিয়া এবং বসুন্ধরা। মাজিয়া গ্রুপ টেবলের দুইয়ে রয়েছে। বসুন্ধরা কিংস গোল পার্থক্যে পিছিয়ে মাজিয়ার সমান পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। তবে ওড়িশা এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতেও জয়🅷 পায়নি। তারা গ্রুপ টেবলের ল🍌াস্টবয়।
ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। তারা জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। ঘরের মাঠে পরপর দুই ম্যাচে জয়ের পর চে♎ন্নাই পাড়ি দিয়েছিল সবুজ মেরুন। এবারের আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্য়াচ খেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচেও তারা দুরন্ত ফর্মে ছিল। চেন্নাইয়িনকে ৩-১ গোলে হারিয়েছে মোহনবাগান। আইএসএলের পাশাপাশি এএফসি কাপেও নিজেদের জয়ধ্বজা উড়িয়ে রেখেছে বাগান। গ্রুপ পর্বের দু' ম্যাচ খেলে দু'টিতেই জিতেছে তারা। মোহনবাগান এএফসি কাপে তাদের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে ৪-০ হারিয়েছিল। পরেꦦর ম্যাচে মোহনবাগান ২-১-এ হারায় মাজিয়াকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।