কলকাতায় চলে এলেন মোহনবাগানের হাইপ্রোফাইল কোচ হোসে মোলিনা। চলতি মরশুমে সবুজ মেরুনের দায়িত্বে থাকবেন এই তারকা কোচ। স্পেনের জাতীয় দলের সঙ্গে কয়েক বছর আগে পর্যন্ত যুক্ত ছিলেন। অতীতে কাজ করেছেন আইএসএলের ক্লাবে। অ্যান্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে স্প্যানিশ নতুন বসকে বাগানের কোচ করে এনেছেন কর্তারা। ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড ডিফেন্ড করতে রবিবারই শহরে পা রাখলেন স্প্যানিশ হেডস্যার। সামনে রয়েছে পরপর চ্যালেঞ্জ, রয়েছে এএফসির গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। বিমানবন্দরে সমর্থকদ🌊ের দেখেই স্প্যানিশ বস বুঝে গেলেন, গতবারের এটিকের হয়ে কলকাতায় আসার সঙ্গে এবারে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের কোচ হয়ে কলকাতায় আসার চাপ ঠিক কতটা। স্প্যানিশ ভদ্রলোক অবশ্য হাসিমুখেই সহ্য করলেন সমর্থকদের ভালোবাসার অত্যাচার।
আরও পড়ুন-৫৪ রানে ৫ উইক💃েট!সেখান থেকেই লিড নিয়ে চালকের আসনে ইংল্যান্ড…ফের হারের ꧃মুখে উইন্ডিজ
জোসে মোলিনা বিমানবন্দর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁর গলায় মালা এবং উত্তরীয় পড়িয়ে দেন সবুজ মেরুন সমর্থকরা। ফুলের বোকে দিয়ে স্বাগত জানানো হয় নতুন হেডস্যারকে। এমনিতে কলকাতায় তাঁর ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। কারণ একবারই আইএসএলে কোচিং করিয়ে, সেবার এটিকে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ফলে ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের মান সম্পর্ক যথেষ্টই ধারণা রয়ে♌ছে তাঁর। এবার অবশ্য কাজটা যথেষ্টই কঠিন তাঁর। কারণ যার ফেলে যাওয়া চেয়ারে তিনি বসছেন, সেই হাবাস নিজের আলাদা একটা বেঞ্চমার্ক তৈরি করে গেছেন কোচ হিসেবে। সেই সাফল্য ছাপিয়েই যাওয়াই প্রধান লক্ষ্য হতে চলেছে মোলিনার।
আরও পড়ুন-এত পাত্তা দেওয়ার কি আছে! নাম না করে দিল্লির গম্ভীরকে কটাক্𓆉ষ মুম্বই প্রাক্তনꦺীর
ডুরান্ড কাপের পরের ম্যাচে মোহনবাগান ডাগআউটে থাকবেন না মোলিনা। তবে গ্যালারিতে বসে দলের খেলা দেখবেন তিনি। কলকাতায় আসার আগেই বেশ কিছু পরিকল্পনা করে এসেছেন। হাতে কম সময় রয়েছে ডুরান্ডে, সেখানে ট্রফি ডিফেন্ড করতে গেলে হাতে থাকা অস্ত্র দি♍য়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। আপাতত এক বিদেশি থাকলেও, কয়েকদিনের মধ্যে আরও বিদেশি চলে আসবে। ফলে ডার্ꦉবিতেই প্রথম পরীক্ষা হতে চলেছে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যারের। ডুরান্ডে বাগানের পরের ম্যাচ ৮ অগাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে। ১৮ই আগাস্ট ডুরান্ড কাপের বড় ম্যাচ।
আরও পড়ুন-সূর্যর মাস্টারস্ট্রো𝔉কে শ্রীলঙ্কা বধ ভারতের! বর্তমান অধিনায়ক ছুঁলেন প্রাক্তন অধিনায়কের রেকর্ড…
গতবার মোহনাবগান দল আইএসএল শিল🐷্ড জয়ের পাশাপাশি জিতেছিল ডুরান্ড কাপ। এছাড়া আইএসএল ট্রফিতেও রানার্স আপ হয় তাঁরা। কিন্তু এএফসিতে পারফরমেন্স ভালো ছিল না বাগানের। এবারে জেমি ম্যাকলারেনের মতো হাইপ্রোফাইল বিদেশি সই করিয়েছে বাগান ম্যানেজমেন্ট। তাঁদের কিভাবে কাজে লাগান হোসে মোলিনা, সেটাই এখন দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।