কয়েক দিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েন নেইমার। তা নিয়েও এখনও আলোচনা চলছে। তার মধ্যে এবার আরেক বিতর্কে জড়ালেন ব্রাজিলের পোস্টার বয়। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কিনেন নেইমার। সাত বছ✅র আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন নেইমার। যার নাম রাখা হয়েছিল নেইমার ম্যানসন। কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপদে পড়েছেন নেইমার জুনিয়ার। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়🐟ে একাধিক পরিবেশ আইন লংঘন করেছেন নেইমার।
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভিত্তিতে রিও ডি জেনিরোতে নেইমার জুনিয়রের বানানো একটি প্রাসাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়⛦ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাঁকে ও তার বাবাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। এবার ১ কোটি ৬০ লক্ষ ব্রাজিলিয়ান রিয়াল বা ৩.৩৩ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকার সমান। এত বড় অঙ্কের জরিমানা করা হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ‘১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।’ এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লক্ষ রিয়াল জরিমানা করা হয়েছিল। শুধু জরিমানা দিয়েই পা🐠র পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্🌜ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।
আসলে মানগারাতিবা একটি পর্যটক আকর্ষণ শহর। রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই শহরের। এরই মধ্যে কর্তৃপক্ষ লেকটি ঘেরাও করে সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে। মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, নেইমার অনুমোদন ছা꧙ড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে।
শুধু তাই নয়, কৃত্রিম লেক নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।পায়ের লিগামেন্টে ইনজুরিতে পরে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। দলবদলের বাজারে এরই মধ্যে তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে নেইমরা নাকি পিএজি থেকে আবার বার্সেলোনাতে ফিরতে চলেছেন। তবে তার আগে ফের 𒊎বিপদে পড়লেন নেইমা⛦র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।