চোটের জন্য কয়েক মাসের জন্য ছিটকে গিয়েছেন জন এলসে। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। সেই পরিস্থিতিতে এলসের পরিবর্ত হিসেবে প্যালেস্তাইনের ডিফেন্ডার মহম্মদ সালেহের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, সালেহের সঙ্গে একেবারে প্রাথমিক স্তরে আলোচনা চলছে। যিনি প্যালেস্তাইনের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। গত জুনেও জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ বছরের সালেহ। যিনি জাতীয় দলে মূলত সে♑ন্ট্রাল-ব্যাক হিসেবে খেলে থাকেন। আবার রা💯ইট-ব্যাকে খেলারও অভিজ্ঞতা আছে। তবে বিষয়টি নিয়ে লাল-হলুদ শিবিরের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সরকারিভাবে কিছু জানায়নি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।
সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ৯-র প্রতিবেদনে জানানো হয়েছে, আপাতত সালেহের সঙ্গে একেবারে প্রাথমিক স্তরের কথাবার্তা চলছে। বর্তমানে তাঁর কোনও ক্লাব নেই। ইজিপ𓂃্টের প্রিমিয়র লিগের ক্লাব ইত্তিহাদ আলেকজান্দꦑ্রিয়া স্পোর্টস ক্লাব ছাড়ার পর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আছেন। তবে আইএসএল শুরুর আগেই তাঁকে দলে নেওয়া যাবে কিনা, তা এখনও স্পষ্ট নযয়। কারণ সেই লিগ শুরু হতে বেশিদিন বাকি নেই। সরকারিভাবে সূচি ঘোষণা করা না হলেও আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে পারে বলে কানাঘুষো চলছে।
অথচ ডুরান্ড কাপের ꧃ফাইনালের শুরু পর্যন্ত সেন্টার-ব্যাক নিয়ে ইস্টবেঙ্গলের কোনও চিন্তা ছিল না। লাল-হলুদে যোগ দেওয়ার পর কার্লেস কুয়াদ্রাতের অধীনে বেশ ভালো খেলছিলেন অস্ট্রেলিয়ান। কিন্তু ডুরান্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রথমার্ধে চোট পান। তখনই বোঝা গিয়েছিল যে বেশ গুরুতর চোট লেগেছে। পরে ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি জারি করে জানানো হয় যে হাঁটুতে চোট লেগেছে এল💙সের। তার জেরে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন অজি খেলোয়াড়।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যিই হল, ISL শুরুর আগেই বড় ধ💦াক্কা খেল ইস্টবেঙ্গল, বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেলে🐻ন এলসে
মহম্মদ সালেহের ইতিবৃত্ত
১) প্যালেস্তাইনের হয়ে আপাতত ২৪টি ম্যাচ খেলেছেন সালেহ। ২০১৬ সালের ৫ অক্টোবর অভিষেক হয়েছিল। চোটের জন্য ২০১৮ সালে একাধিক ম্যাচ খেলতে পারেননি। ২০১৯ সালে বড়সড় চোট লেগেছিল। তার জেরে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। অবশেষে ২০২১ সালের জুনে ফের প্যালেস্তাইনের জা😼র্সি পরে মাঠে নেমেছিলেন। তারপর থেকে ১১টি ম্যাচ খেলেছেন। তবে ওমান ও ভিয়েতনামের বিরুদ্ধে দিনকয়েক পরে যে দুটি ম্যাচ খেলবে প্যালেস্তাইন, সেই দলে সুযোগ পাননি সালেহ।
২) নিজেদের পেশাদারি কেরিয়ারে গাজা এফসি, আহলি আল-খলিল, ফ্লোরিনা, এল মাসরি, ইস্টার্ন কোম্পানির মতো একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ইত্তিহꦓাদে যোগ দিয়েছিলেন। যে চুক্তি শেষ হয়েছে চলতি বছরের জুলাইয়ে। যিনি আটটি এএফসি কাপের ম্যাচও খেলেছেন।
৩) ট্রান্সফার মার্কেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্যালেস্তাইনের ডিফেন্💯ডার বাজারমূল্য ২.৮ কোটি টাকা। যেখানে এলসের বর্তমান বাজারমূল্য ৩.৬ কোটি টাকা বলে ওই ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।