চূড়ান্ত নাটক, চরম বিশৃঙ্খলা। প্যারিস অলিম্পিক্সে মরক্কো বনাম আর্জেন্তিনা ম্যাচে একেবারে ধুন্ধুমার কাণ্ড! রেফারি শেষ বাঁশি বাজানোর আগেই মাঠে শুরু হয়ে যায় ঝামেলা। ফুটবলারদের দিকে লক্ষ্য করে ছোড়া হয় আতসবাজি। মাঠে ঢুকে আসেন মরক্কোর সমর্থকের♑া। প্রায় 𒆙দু'ঘণ্টা বন্ধ রাখতে হয় ম্যাচ। খেলা শুরু হতেই আর্জেন্তিনার গোল বাতিল। মরক্কোর বিরুদ্ধে ১-২ গোলে হেরে যায় লিয়োনেল মেসির দেশ।
ফ্রান্সের সেন্ট এটিনে স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল লিয়োনেল মেসির দেশ। তবে ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। তবে ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্তিনা। সদ্য কোপা জয়ী দলের সমর্থকেরাও তখন হার দেখতে শুরু করেছে। ১৫ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছিল। বিস্ময়কর হলেও, অতিরিক্ত সময়ের ১৫ মিনিটেও গোলের দেখা পায়নি আর্জেন্তিনা। গোলটি তারা পেয়েছে ইনজুরি টাইমের ১৫ মিনিট ✱পার হয়ে যাওয়ার পর। ইনজুরি টাইমের ১৬তম মিনিটে মেদিনার গোলে ২-২ ড্র 🎀করে মান বাঁচায় আর্জেন্তিনা। তবে এর পরেই শুরু বোতলবৃষ্টি।
ম্যাচটি ড্র হওয়ায় খেপে লাল হয়ে যায় মরক্কোর সমর্থকেরা। আর্জেন্তিনার ফুটবলারদের লক্ষ্য করে তাঁরা বোতল ছুড়তে শুরু করেন। সেই সঙ্গে মাঠের মধ্যে ༒ফুটবলারদের দিকে উড়ে আসে আতসবাজিও। এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মাঠের মধ্যে মরক্কোর সমর্থকেরাও ঢুকে পড়েন। রেফারি শেষ বাঁশি বাজানোর আগেই ম্যাচ আচমকা থেমে যায়।
এর পরে ম্যাচ বন্ধ রাখা হয়। প্রায় দু'ঘণ্টা পর ফের শুরু হয় খেলা। কিন্তু ম্যাচটি শুরু হয় ফাঁকা মাঠে। বন্ধ দরজার পিছন⛦ে। আর ম্যাচ শুরু হতেই মেদিনার গোলটি অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ভিএআর-এর মাধ্যꦯমে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যে শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। ফলে হেরে যায় আর্জেন্তিনা।
ম্যাচের শুরুতেই আলভারেজের হাতে বল লাগায় পেনাল্টির দাবি জানিয়েছিল মরক্কো। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত যায় আর্জেন্তিনার পক্ষে। এদিন ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল। প্রথম দিকে অবশ্য আর্জেন্তিনার চেয়ে মরক্কো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে ম্যাচের ১২ মিন꧟িটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক আদায় করে নেয় আর্জেন্তিনা। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। ১৬ মিনিটে প্রথম বারের মতো আক্রমণে দেখা যায় আলভারেজকে। তবে সুযোগ তৈরি করেও, শেষ পর্যন্ত সেটি কাজে লাগাতে পারেননি ম্যাঞ্চেস্টার সিটির এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ষষ্ঠ বিদেশি নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল কোচের পাখ🎐ির চোখ এবার ISL শিরোপা
এর মধ্যে ২৭ মিনিটে আর্জেন্তিনাকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ওতামেন্দির সামনে। সুযোগ হাতছাড়া করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় মরক্কো। সম্মিলিত আক্রমণে দারুণ এক ব্যাকহিলে ইলি✤য়াস আখোমাচো খুঁজে নেন এল খানোসকে। বল পেয়ে এই মিডফিল্ডার বাইলাইন থেকে নীচু ক্রস বাড়ান সুফিয়ান রাহিমির দিকে। কাছাকাছি জায়গা থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন রাহিমি। এগিয়ে থেকেই বিরতিতে যা♈য় মরক্কো।
বিরতির পরপরই ব্যবধান ২-০ করে মরক্কো। ৪৯ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া আখোমাচকে ফাউল করেন আর্জেন্তাইন লেফট-ব্যাক সোলের। স্পট কিকে গোল করে মরক্কোর হয়ে ব্যবধান ২-০ কর🐠েন রাহিমি। দুই গোলে পিছিয়ে পড়লেও, ম্যাচে ফিরতে মরিয়া ছিল আর্জেন্তিনা। ৬৭ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে আর্জেন্তিনা। ব্যবধান ১-২ করেন সিমিয়নে। ব্যবধান কমানোর পর আর্জেন্তিনার চোখ ছিল সমতা ফেরানোয়। কিন্তু ন⛦ির্ধারিত সময়েও পিছিয়ে থেকে শেষ করে তারা। এরপর ইনজুরি টাইমে শুরু হয় যাবতীয় নাটক। কোপাজয়ীরা হার দিয়ে অলিম্পিক্সে যাত্রা শুরু করল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।