প্রিমিয়র লিগে একটি টানটান উত্তেজনার ম্যাচ শেষ হল ড্রতে। হোম ম্যা🔯চে হার এড়ালো লিভারপুল এফসি। প্রথমে গোল খেয়ে তা শোধ করে শেষ পর্যন্ত ড্র করল ক্লপের ছেলেরা। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে এই ম্যাচ শেষ করল ১-১ গোলে। পাশাপাশি, এদিন জয়ের সুযোগ হাতছাড়া হলো পেপ গুয়ার্দিওলার ছেলেদেরও। দ্রুত এগিয়ে গিয়েও কাজে লাগাতে পারল না তারা। দাপুটে ফুটবল খেলেও ভাঙতে পারল না লিভারপুলের রক্ষণভাগকে।
রবিবার, অর্থাৎ ১০ মার্চ, অ্যানফিল্ড স্টেডিয়ামে হোম টিম লিভারপুল এফসি মুখোমুখি হয় ম্যান সিটির। ম্যাচের শুরুরদিকে আক্রমণ আসে ম্যাঞ্চেস্টার সিটির থেকে। যদিও এরপর থেকে লিভারপুল এফসি ঘুরে দাঁড়ায় এবং পুরোপুরি বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তবে ম্যাচ শেষে স্কোর🦩লাইন দাঁড়ায় ১-১। তবে দুই দলই এদিন লড়াই চালায়। যদিও এগিয়ে গিয়ে এই ভাবে ড🗹্র একেবারেই মেনে নিতে পারছেন না ম্যান সিটির সমর্থকরা।
এদিন ম্যাচ শুরু হতে আক্রমণে নামে ম্যান সি🍸টি। শুরুতেই তারা চাপ বাড়াতে শুরু করে লিভারপুলের রক্ষণভাগের উপর এবং অবশেষে ২৩ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। দলের তারকা ডিফেন্ডার জন স্টোনসের গোলে এগিয়ে যায় তারা। স্বাভাবিক ভাবেই চাপ বাড়ে লিভারপুলের উপর। তবে ফুটবলের ক্ষেত্রে এক গোল যে একেবারেই নিরাপদ নয়, তা ফের একবার যেন প্রমাণিত হল। যদিও এদিন একাধিক সুযোগ তৈরি হয় ম্যান সিটির। কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি তারা। বারংবার পরাস্ত হতে হয়েছে। ফলে গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি।
যদিও দ্বিতীয়ার্ধে সমতা ফেরাবার জন্য লাগাতার আক্রমণ করতে শুরু করে লিভারপুল। ম্যাচের ৫০ মিনিটের মাথায় একটি পেনাল্টি আদায় করে নেয় তারা। আর তাতেই জয়ের রাস্তা হারিয়ে ফেলে ম্যান সিটি। পেনাল্টি থেকে গোল করতে ভোলেনি লিভারপুল। সেখান থেকে গোল করে সমতা ফেরান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টের। স্বাভাবিক ভাবেই ম্যাচে ফিরে আসে তারা। এরপরে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়, কিন্তু একটিরও সদ্ব্যবহার🐠 করতে পারেনি তা🃏রা। ফলে ১-১ ফলাফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের প্রথম চারে লড়াই চলছে আর্সেনাল এফসি, লিভারপুল এফসি, অ্যাস্টন ভিলা ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান👍ে রয়েছেন ম্যান🌳 সিটির আর্লিং হাল্যান্ড । এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কপালে জোটে জয়ী তকমা। কোন দল করবে বাজিমাত? তা বলবে সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।