শুভব্রত মুখার্জি:- ভারতীয় ফুটবলের যদি ইতিহাস ঘাঁটা যায় তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবেই দেখা যায় তাহল মাঠে মহিলা সমর্থকদের উপস্থিতি সবসময়েই অনেকটা কম থেকেছে। ১৯৯০'র দশক এমনকি ২০০০'র গোড়ার দিকেও বিশেষ করে যুবভারতী ক্রীড়াঙ্গনে মহিলা ফুটবল সমর্থকদের গ্যালারিতে সেইভাবে দেখতে পাওয়া যেত না। তার বিভিন্ন কারণ ছিল। সেই সমস্ত অধ্যায় এখন অতীত।শেষ এক দশকের কিছুটা বেশি সময়ে মাঠে মহিল💫া ফুটবল সমর্থকদের উপস্থিতি বেড়েছে লক্ষ্মণীয়ভাবে।
ভারতীয় সিনিয়র দল হোক কিংবা ক্লাব ফুটবলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান হোক তাদেরকে সাপোর্ট করতে এখন গ্যালারিতে মেয়েদের উপস্থিতিও চোখে পড়ার মতন। তবে এরপরে যে জিনিসটা কোনদিন ভারতীয় ফুটবলের গ্যালারিতে কার্ꦯযত চোখে পড়েনি সেই বিরল দৃশ্যের সাক্ষী আমর🙈া থেকেছি গত ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার। বিদেশের ফুটবল মাঠের গ্যালারিতে যা আমরা হামেশাই দেখে থাকি সেই ঘটনাই ঘটেছে এদিন যুবভারতীতে। ফুটবল মাঠকে সাক্ষী রেখে যুবভারতীর গ্যালারিতে এদিন তাদের জীবনের নয়া পথ চলা শুরু করেছেন রাজশেখর চক্রবর্তী এবং তানিয়া দাস।
আরও পড়ুন… IND vs PAK: একটা সময়ে মনে হয়ে▨ছিল পিছিয়ে রয়েছি, তারপর… কীভাবে ম্꧅যাচ ঘুরল? কী বললেন বুমরাহ?
প্রসঙ্গত এদিনের ম্যাচে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ-এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং কুয়েত। ম্যাচ শুরুর বেশ কয়েকদিন আগেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন। সেই কথামত এই ম্যাচেই শেষ হয় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার।একদিকে সুনীল যখন তাঁর🐓 কেরিয়ার শেষ করলেন,তখন অন্যদিকে নিজেদের জীবনে নয়া ইনিংস শুরু করলেন রাজশেখর এবং তানিয়া। দুজনেই ঘটনাচক্রে দক্ষিণ কলকাতার বাসিন্দা।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতের বিরুদ্ধে ম্যাচ হা⛄রতেই চোখে জল! কাঁদতে কাঁদতꦛে মাঠ ছাড়লেন নাসিম শাহ
রাজ থাকেন গড়িয়াতে। আর তানিয়ার বাড়ি বারুইপুরে। রাজশেখর যুব♐ভার♌তীর গ্যালারিতে মোটামুটি নিয়মিত মুখ। তিনি একনিষ্ঠ ইস্টবেঙ্গল সমর্থক। মাঠে তাঁকে নিয়মিত খেলা দেখতে আসতে দেখা যায়। সেই তিনিই তাঁর ভালোবাসার মানুষ তানিয়াকে নিজের জীবনসঙ্গী হওয়ার অর্থাৎ তাঁকে বিয়ের প্রস্তাবটা দিলেন যুবভারতীর গ্যালারির হাজার হাজার সমর্থককে সাক্ষী রেখে।
আরও পড়ুন… IND vs PAK: বুমরাহ জিনিয়াস, চাইব পুরো T20 WC 2024 এই মানসিকতা꧂ নিয়েই খেলুক- রোহিত শর্মা
এদিন দুজনেই মাঠে উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। সুনীল ছেত্রীর নাম🦄াঙ্কিত জার্সি পড♚়ে দুজনেই উপস্থিত হন মাঠে। দুজনেই এসেছিলেন ডেনিম রঙের জিন্স পড়ে। গ্যালারিতেই রাজশেখর হাঁটু মুড়ে বসে পড়ে তানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। লজ্জা লজ্জা মুখে সহাস্য তানিয়া তা স্বীকার ও করে নেন। এই মুহূর্তেকে ক্যামেরাবন্দি করে রাখেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs PAK: ভুলটা কোথায় করল পাকিস্তান? হারের জ🍸ন্য কাদেরকে দায়ী করলেন বাবর আজম
ঘটনার এখানেই শেষ নয়। ঘটনাটি জেনে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী নিজে রাজশেখরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন। সুনীল ছেত্রী লিখেছেন, ‘অসাধারণ বিষয়! তোমাদের দুজনকে নতুন জীবনের শুভেচ্ছা। ওঁকে (তানিয়াকে) সুখে রেখো। একটা দুর্দান্ত জীবন কাটাও তোমরা।’ তানিয়ার প্রিয় ফুটবলার সুনীল ছেত্রী, তাই সুনীলের অবসরের দিনকেই বেছে নিয়েছেন রাজ, তানিয়াকে নিজের মনের কথা বলতে।𒉰 দুই বছর আগে বারুইপুরে একটি ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন রাজ। সেখান থেকেই দুজনের প্রেমের পথচলা শুরু।যা পূর্ণতা পেল সুনীলের অবসরের দিন যুবভারতীর গ্যালারিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।