লা লিগা জয় রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগেই লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলল ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যামরা। অবশ্য রিয়াল জিতেছে বলেই তাঁরা চ্যাম্পিয়ন হল তা নয়, মাদ্রিদের দলটির কাজ সহজ করে দেয় জাভির বার্সেলোনা। কারণ তাঁরা দুর🧔্বল গিরোনার কাছে ৪-২ গোলে হেরে যায়। বার্সার হারের সঙ্গে সঙ্গেই রিয়ালের লা লিগা জয় নিশ্চিত হয়ে যায়। কারণ ক্যাদিজকে ৩-০ গোলে হারায় রিয়াল। রেকর্ড ৩৬বার লা লিগা জয়ের নজির গড়ে ফেলল কার্লো আনসেলোত্তির রিয়াল মাদ্রিদ।
অবশ্য প্রথমার্ধে রিয়াল গোলমুখ খুলতেই পারেনি। অ💦পেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। আসলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় এই ম্যাচ পুরো শক্তি ব্যবহার করতে চাননি আনসেলোত্তি। কিন্তু তাতেও পরিষ্কার ৩-০ গোলে ম্যাচ জিতে নিল লস ব্ল্যাঙ্কোসরা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের আগে লা লিগা জিতে আত্মবিশ্বাসও এক ঝটকায় অনেকটাই বাড়িয়ে ফেলল মাদ্রিদের দলটি।
ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। অসাধꦉারণ বাঁক খাওয়ানো শটে গোল করেন꧅ ব্রাহিম দিয়াজ। এরপর জুডে বেলিংহ্যাম গোল করে রিয়ালের ব্যবধান বাড়ান। সংযুক্তি সময় ক্যাদিজের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হোসেলু। এই ম্যাচে বরিষ্ঠতম ফুটবলার হিসেবে লা লিগায় রিয়ালের জার্সিতে মাঠে নামে ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচ, এটাই তাঁর রিয়ালে শেষ মরশুম।
বার্সেলোনা অবশ্য জিততে পারলে রিয়ালের লা লিগা জয়ে কিছুটা দেরি হত। তাঁরা গোল করে প্রথমে এগিয়েও গেছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। গিরোনা অবশ্য ৪-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে তাঁদের লিগ হাতছাড়া করেছে তেমনটা নয়, নিজেরাও ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে। কারণ এই প্রথমবার তাঁরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলল বার্সা ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে। পরের মরশুমে প্রথমবার তাঁরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতি🌞নিধিত্ব করবে রিয়াল, বার্সার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই।
এবারের লা লিগায় এক🍰টা সময় বেশ ভালো জায়গায় ছিল গিরোনা। দেখে মনে হয়েছিল তাঁরাও বুঝি বেয়ার লেভারকুসেনের মতোই স্রোতের বিপরিতে গিয়ে কিছু করে দেখাবেন। তাঁরা হয়ত সেটা করতে পারলেন না, কিন্তু যে ফুটবলটা আর্টেম ডভবিক, গুইতারেজরা দেখিয়েছেন গোটা মরশুমে তা নজর কেড়েছে স্প্যানিশ ফুটবলের। কারণ এই মূহূর্তে লিগে তাঁদের অবস্থান বার্সেলোনা ওপরে, দ্বিতীয় স্থানে। দলে খুব একটা হাই প্রোফাইল ফুটবলারও নেই, তাতেই এই সাফল্য। এদিকে বুধবার রাতে রয়েছে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। জুন꧙িয়র, রুদিগাররা অবশ্যই চাইবেন ঘরের মাঠে লা লিগা জয়ের তিন দিনের মধ্যেই বার্নাব্যুতে বায়ার্নকে হারিয়ে চ্য়াম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পকেটে পুড়তে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।