পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার আসতে আসতে কেরিয়ারের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন। বয়সটাও বেড়ে চলেছে। হয়ত ফি꧒টনেস দিয়ে আপাতত বয়সকে হার মানিয়ে দেবেন, কিন্তু সেটা দীর্ঘদিন করা কঠিন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেললেও তাঁর খেলার মান অবশ্য পড়েনি, সেটা সম্প্রতি ইউয়েফা নেশনস লিগেই বোঝা গেছে।
সম্প্রতি এক জনপ্রীয় ডিজিটাল ক্রিয়েটার মিস্টার বিস্টের সঙ্গেই রোনাল্ডো গাঁটছড়া বেঁধেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতা ও ভিউয়ার আরও বাড়ানোর জন্য। সেখানেই দুজনে একসঙ্গে একে অপরের বিরুদ্🅠ধে ফুটবলের বিভিন্ন চ্যালেঞ্জ নিলেন। সেখানে দুজনেই দেখালেন নিজেদের ফুটবল স্কিল।
ফুটবল স্কিল দেখানোর সেই মজাদার প্রতিযোগিতায় দুজনকে♔ই মারতে হত বলে। আর গোল পোস্টের ওপরে লাগানো হয়েছিল মোট তিন কার্ডবোর্ড। নির্দিষ্ট দূরত্বে লাগানো ছিল সেই কার্ডবোর্ড। একটি করে শটে সেই কার্ডবোর্ডে বল মারতে হত। সেই মতো র🔯োনাল্ডোও মারেন শট, তবে তিনি জিততে অবশ্য পারলেন না ১ মিলিয়ন ডলার।
রোনাল্ডোর এক ভক্ত, যার নাম খালিদ আল নাসেরের তারকার বিরুদ্ধেই চ্যালেঞ্জ নেন। বলা ভালো দুজনেই নেন সেই চ্যালেঞ্জ। ক্রসবার থেকে ঝোলানো টার্গেটে রোনাল্ডো এবং তাঁর চ্যালেঞ্জারকে মারতে হত শট । সেখানে রোনাল্ডো পাঁ꧅চটার মধ্যে চারটি সুযোগই মিস করেন। সেখানে সেই ভক্ত মিস করেন ১টি। তিনি তিনটি শট টার্গেটে মারেন। সেই সুবাদে রোনাল্ডোকে হারিয়ে ১ মিলিয়ন ডলার জেতেন। খালিদকে রোনাল্ডো শুভেচ্ছাও জানান। এরপর নিজের এবং মিস্টার বিস্টের চ্যানেলে নজর রাখতে বলেন রোনাল্ডো।
নিজের বর্ণময় কেরিয়ারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন পাঁচটি ব্যালন ডি অর, রেকর্ড তিনবার উয়েফা মেনস প্লেয়ার অ💎ফ দ্যা ইয়ার। চারটি ইউরোপিয়ান গোল্ডেন শু, ফিফার নিরিখে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।। রোনাল্ডোর কেরিয়ারে রয়েছে ৩৩টি ট্রফি, যার মধ্♎যে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। একটি ইউরো কা এবং একটি নেশনস লিগের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৮৩ ম্যাচ, সর্বোচ্চ ১৪০ গোল, চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৪২টি অ্যাসিস্ট, ইউরোয় সব থেকে বেশি ৩০ ম্যাচে খেলার নজির রয়েছে তাঁর। এছাড়াও ইউরোয় সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট, ১৪টি গোল করেছেন। ২১৭টি আন্তর্জাতিক ম্যাচে রয়েছে ১৩৫টি গোল।
পেশাদার ফুটবল কেরিয়ারে ১২০০র ওপর ম্যাচ খেলা হয়ে গেছে 💝রোনাল্ডোর। এছাড়াও ৯০০টির ওপর সরকারি মতে গোল রয়েছে সিআরসেভেনের দেশ এবং ক্লাবের জার্সিতে সিনিয়র দলের হয়ে। ২০১৬, ২০১৭, ২০২৩ এবং ২০২৪ সালে ফোর্বসের বিচার সবচেয়ে দামি অ্যাথলিট ছিলে🌼ন তিনি। এছাড়াও ২০১৬ থেকে ১৯ সাল পর্যন্ত ইএসপিএনের বিচারে সবচেয়ে জনপ্রীত অ্যাথলিট ছিলেন রোনাল্ডোই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।