সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে বর্তমান ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) বাকি মরশুমের জন্য চুক্তিবদ্ধ করল ইমামি ইস্টবেঙ্গল এফসি। জোস আন্তোনিয়ো পারদো লুকাস ইনজুরির কারণে বাদ পড়েছিলেন এবং এরপরে ক্লাব তার সাথে পারস্পরিকভাবে বিচ্ছেদ করে। এর পরেই ভিলারিয়াল সিএফ🏅, রেড স্টার বেলগ্রেড এবং ডায়নামো কিভের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলির হয়ে খেলা আলেকজান্ডার প্যান্টিচকে দলে নিল ইস্টবেঙ্গল। ৩১ বছর বয়সী সেন্টার-ব্যাক অতীতে সার্বিয়ার অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছেন।
ইমামি ইস্টবেঙ্গল পরিবার আলেকজান্ডার প্যান্টিচকে স্বাগত জানিয়েছে। ইমামি গ্রুপের কর্তা বিভাস বর্ধন আগরওয়াল বলেছেন, ‘প্যান্টিচের টপ-ফ্লাইট ইউরোপীয় লিগে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। আমরা বিশ্বাস করি সে আমাদের রক্ষণকে আরও মজবুত করবে এবং প্লে অফে জায়গা পাকা করার জন্য আমাদের সাহায্য করবে। ইনজুরির কারণে🐼 বাকি মরশুমে পারদোকে মিস করা সত্যিই দুর্ভাগ্যজনক। ইমামি ইস্টবেঙ্গল তার দ্রুত আরোগ্য কামনা করে এবং এই কঠিন পর্যায়ে তাঁকে সমর্থন করবে ও তার পাশে থাকবে।’
প্যান্টিচের অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে, ইমামি ইস্টবেঙ্গল প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘প্যান্টিচ আমাদের এমন একজন খেলোয়াড়, যাঁর ভিলারিয়াল, ডায়নামো কিভ এবং রেড স্টার বেলগ্রেডের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি তাঁকে সাইপ্রিয়ট ফুটবলে আমার অবস্থান থেকে চিনি এবং এ🐼টা আমাদের জন্য খুবই ভালো যে সে শেষ ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ডক্সার হয়ে খেলছিল।’
কুয়াদ্রাত ইমামি গ্রুপের যোগ্য প্রতিস্থাপন খুঁজে বের করার দ্রুততার কথা স্বীকার করে বলেছেন, ‘একবার ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেলে মানসম্পন্ন ফ্রি প্লেয়ার খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং, কিন্তু ইমামি ইস্টবেঙ্গল অক্লান্ত পরিশ্রম করেছে এবং যখনই আমাদের ভালো প্রতিস্থাপনের প্রয়োজন হয়েছে তখনই আমাকে সমর্থন করেছে। প্রথমে হিজাজিকে সেপ্টেম্বরে এলসির স্থলাভিষিক্ত হিসাবে খুঁজে পাওয়া এবং এখন পারদোর খালি জায়গার জন্য প্যান্টিচকে স্বাক্ষর করা✃ - আমি সত্যিই প্রশংসা করি যে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পরিস্থিতি বোঝে এবং সঠিক পথে কাজ করছে। আমরা প্যান্টিচেജর ভিসা ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি।’
ইমামি ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত, সার্বিয়া, স্পেন, ইউক্রেন, পোল্যান্ড এবং সাইপ্রাসের শীর্ষ বিভাগে খেলা প্যান্টিচ বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো একটি কিংবদন্তি ক্লাবে যোগ দিতে পেরে🤪 আমি অত্যন্ত আনন্দিত। ক্লাবটি এই মরশুমে অনেক চমৎকার মুহূর্ত কাটিয়েছে এবং আমি আমাদের সমর্থকদের খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে চাই। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কোচ কার্লেস এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। জয় ইস্টবেঙ্গল!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।