দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে কাটল জট, রিপোর্ট প্রতিবেদন অনুযায়ী সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং শ্রাচি অ্যাপে সম্প্রচারিত হবে ২০২৪-২৫ মরশুমের আইলিগের ম্যাচগুলো। আগেই আইলিগের ক্লাব কর্তাদের তরফে বায়না ধরা হয়েছিল- সোনিতে খেলা সম্প্রচার না করা হলে তাঁরা প্রতিযোগিতা খেলবে না। এরকম পরিস্থিতিতে সোমবার AIFF-এর সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা বলেন লিগের ১২টি ক্লাবের কর্তারা। এরপরেই সমস্যা সমাধান হয়। এর আগে রবিবার দিন ফেডারেশনের তরফে শ্রাচিকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা সম্প্রচারের বরাত পেয়েছে। মূলত অনলাইনে খেলা সম্প্রচারের জন্য বিড করেছিল তারা। তাদের সদ্য প্র𓃲কাশিত SSEN অ্যাপে আইলিগের খেলাগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রাচি। ফেডারেশনের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল শ্রাচি নিয়ম মাফিক বিড করেছিল।
কিন্তু আইলিগের ক্লাবগুলোর বক্তব্য ছিল সোনিতে খেলা দেখালে তবেই তারা টুর্নামেন্টে অংশ নেবে। তাদের তরফে বলা হয়, ইতিমধ্যেই সোনিতে লিগ🐲 সম্প্রচার করা হবে বলে স্পন্সরশিপের জন্য কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে রাখা হয়েছিল। এখন যদি তা না হয় তবে কমিটমেন্ট সমস্যায় পড়তে হবে তাদের। এছাড়াও ক্লাবগুলি সম্প্রচার বাবদ ১০ লক্ষ টাকা করে দিচ্ছে অর্থাৎ মোট ১ কোটি ২০ লক্ষ টাকা, তাহলে সোনির খেলা দেখাতে সমস্যা হওয়ার কথা নয়। ২২ নভেম্বর থেকে শুরু আইলিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীনিধি ডেকান এবং গোকুলাম কেরালা। অনেক দলই ইতিমধ্যে বিমানের টিকিট কেটে ফেলেছে। এরকম পরিস্থিতিতে জট কাটাতে উদ্যোগী হন ফেডারেশন সভাপতি।
সোমবার AIFF-এর কার্যকরী কমিটির বৈঠকেই বিষয়টির সমাধন করা হয়। মেনে নেওয়া হয় ক্লাব কর্তাদের দাবি। তবে হয়তো প্রথম দিকের কযেকটি ম্যাচ সোনিতে দেখানো সম্ভব হবে না। কারণ, ম্যাচ সম্প্রচারের জন্য বিভিন্ন পরিকাঠামোর প্রয়োজন হয়ে থাকে। এদিকে প্রতিযোগিতা শুরু হবে শুক্রবার। এতো কম সময়ের মধ্যে তা আয়োজন করা সম্ভব নয়। সেই কারণে প্রথম ২-৩টি রাউন্ডের খেলা দেখানো সম্ভব না হলেও পরের রাউন্ডের ম্যাচগুলো সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং শ্রাচি অ্যাপে💞 সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, এর আগে প্রথমবার সম্প্রচারের স্বত্বের জন্য টেন্ডার ডেকেও প্রত্যাহার করেছিল AIFF। এরপর দ্বিতীয়বার যখন ফেডারেশনের তরফে টেন্ডার ডাকা হয় তখন শুধুমাত্র শ্রাচিই বিড করেছিল। এনিয়ে ফেডারেশনকে নিশানা করেন আইলিগের ক্লাব কর্তারা। প্রশ্ন তোলা হয় আইলিগ আয়োজন নিয়ে ফেডারেশনের সদিচ্ছা নিয়েও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।