সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রশাসক কমিটি ভেঙে দিল সুপ্রিম কোর্ট। যা ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য গঠন💙 করা হয়েছিল। সেইসঙ্গে শীর্ষ আদালতের আশা, ‘এআইএফএফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ফিফা।’
আদালতের তৈরি করা প্রশাসক কমিটি যাতে ভেঙে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের কাছে সেই আর্জি জানিয়েছিল কেন্দ্র। সেই পরিস্থিতিতে পুরনো রায় সংশোধন করে প্রশাসক কমিটি ভেঙে দিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্র༺চূড় এবং বিচারপতি এ এস বোপান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। আপাতত ফেডারেশনের দৈনন্দিন কাজ সামলাবেন ফেডারেশন সেক্রেটারি জ🗹েনারেল। ইতিমধ্যে ৩৬ টি রাজ্য সংস্থা তাঁকে নির্বাচিত করেছেন।
সেইসঙ্গে নির্বাচনের মেয়াদ এক সপ্তাহ ব🦩াড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ যে নির্বাচন প্রক্রিয়া আগামী ২৮ অগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে সেপ্টেম্বরের প্র🌄থম সপ্তাহ করা হয়েছে। সেইসঙ্গে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় রাজ্য সংস্থার (৩৫+১) প্রতিনিধিরা থাকবেন। রিটার্নিং অফিসার হিসেবে উমেশ সিনহা এবং তাপস ভট্টাচার্যকে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে 🌜CoA কে উঠিয়ে নিতে চেয়ে কেন্দ্রীয় সরকারের চিঠি, মানা হল ফিফার সব শর্তꩵ
কেন এআইএফএফকে ব্যান করেছে ফিফা?
'তৃতীয় পক্ষের' হস্তক্ষেপের জন্য সর্বভারতীয় ফুটবল ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚফেডারেশনকে নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেইসঙ্গে চলতি বছরের অক্টোবর অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও কেড়ে নেওয়া হয়েছে। তবে এআইএফএফের উপর যে নির্বাসনের খাঁড়া ঝুলছে, তা আগেই স্পষ্ট দিয়েছিল ফিফা।
আরও পড়ুন: ভারতীয় ফুটবল ঘোর সঙ্কটে, আচমকা সুপ্রিম কোর্টে গেলেন বাইচ𒅌ুং!
২০২০ সালের ডিসেম্বরে ভারতের সর্বোচ্চ ফুটবল সংস্থায় নির্বাচন না হওয়ায় প্রফুল্ল প্যাটেলকে এআইএফএফের সভাপতি পদ থেকে অপসারিত করেছিল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালানোর জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এআর ডাভের নেতৃত্বে প্রশাসক কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে প্রশাসক কমিটি ভা🧜রতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তৈরি করেছিল সুপ্রিম কোর্ট।
যদিও বরাবর ফিফা দাবি করে এসেছে, আন্তর্জাতিক সনদের দ্বারা পরিচালিত সংস্থার কাজে কোনও স্থান💛ীয় আদালত হস্তক্ষেপ করলে তাতে ওই সনদ ভঙ্গ করা হয়। সেক্ষেত্রে সংশ্ল🌜িষ্ট ফেডারেশনকে নির্বাসিত করা হবে। যে কাজটা অতীতেও একাধিকবার করেছে ফিফা। অতীতে নাইজেরিয়া, ইরাক, কুয়েত, গুয়েতমালা, পাকিস্তানের মতো দেশের ফুটবল ফেডারেশনতে নির্বাসিত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিমায়ক সংস্থা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।