প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেই চাপে পড়ে গিয়েছিল সার্বিয়া। দ্বিতীয় ম্যাচেও জয় এল না। বৃহস্পতিবার মিউনিখে ইউরো কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্লোভেনিয়ার 𝔍সঙ্গে ১-১ ড্র করল তারা। এই ডဣ্রয়ের হাত ধরে তারা কিছুটা শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল।
প্রথমার্ধে খুব একটা ভালো না খেললেও, গোল হতে দেয়নি সার্বিয়া। প্রথমার্ধে খেলা শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। তবে ৬৯ মিনিটে গোল খেয়ে যায় তারা। কিন্তু গোলশোধ করতে পারছিল 🐻না সার্বিয়া। হারের আশঙ্কা যখন তাদের ঘাড়ে চেপে বসেছে, উল্টোদিকে স্লোভেনিয়া জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই সময়ে সার্বিয়ার ত্রাতা হন লুকা জোভিচ। ম্যাচের ইনজুরি টাইমে গোল করে সার্বিয়াকে অক্সিজেন দেন জোভিচ।
আরও পড়ুন: ফে𝓡র দাপুটে জয়, হাঙ্গেরিকে ২-০ উড়িয়ে প্রি-কোয়ার্টার নিশ্চিত করে ফেলল জার্মানি
স্লোভেনিয়া এদিন শুরু থেকেই খুব গোছানো ফুটবল খেলেছে। ম্যাচে তাদের দাপটই ছিল বেশি। পুরো প্রথমার্ধেই স্লোভেনিয়া ম্যাচের নিয়ন্ত্রণ রেখে গিয়েছে। এমন কী তারা ৩৮ মিনিটে গোলের সুযোগও পেয়ে গিয়েছিল। এগিয়েও যেতে পারত। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া এলনিকের তীব্র গতির শট পোস্টে লেগে ফিরে আসে। এর পরেও তারা আক্রমণে উঠে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছে। 🙈কিন্তু গোলটাই যা হয়নি।
দ্বিতীয়ার্ধেও কার্যত একই ছবি ছিল। বিরতির পরেও সার্বিয়া কিন্তু নিজেরা গোল না পেলেও, রক্ষণটা ভালো ভাবে সামলে রেখেছিল। ৬৯ মিনিটে স্লোভেনিয়া ১-০ এগিয়েও যায়। ইয়ান কারনিনিকের দুরন্ত গোলে অক্সিজেন পায় স্লোভেনিয়া। নিজেদের অর্ধে বল পেয়ে স্প্রিন্টারের গতিতে এগিয়ে যান স্লোভেনিয়ার ডিফেন্ডার। অনেকটা দূর গিয়ে কারনিনিক বল দেন তিমি এলনিককে। পাসটি দিয়ে সামনে এগিয়ে য🐼ান। সেখানে তাঁকে ফিরতি পাস দেন এলনিক, সেই পাস থেকে বল ঠান্ডা মাথায় জালে জড়ান কারনিনিক।
তবে একটা সময় মনে হচ্ছিল, ফের ম্যাচ হারতে চলেছে সার্বিয়া। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে মুহূর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কর্নার পেয়ে যায় সার্বিয়া। কর্নার থেকে আসা বলকে লক্ষ্য করে হেডে দুর্দান্ত গোল করেন জোভিচ। স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলাকের কিছুই কর🌄ার ছিল না। এর পরেই ম্যাচ শেষের বাঁশি বেজে যায়। খুব কাছে পৌঁছেও, ইউরোর ইতিহাসে নিজেদের প্রথম জয়টি পেল না স্লোভেনিয়া।
এই ড্রয়ের পর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে সার্বিয়া।🎶 সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্লোভেনিয়া। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেনমার্ক। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছಞে গ্রুপের শীর্ষে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।