শুভব্রত মুখার্জি:- গত কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা দল।সেই কোপা আমেরিকাতে প্রথমদিকে খেললেও পরবর্তীতে খেলতে পারেননি লিওনেল মেসি। কারণ তাঁর পায়ে চোট ছিল। চোটের কারণে জুলাইয়ে কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনাল শুধু নয় ইন্টার মিয়ামির হয়েও মেসি খেলতে পারেননি।ফলে সকলেই তারকার চোট নিয়ে উদ্বিগ্ন ছিলেন।তিনি এবার অনুশীলন শুরু করলেন সম্প্রতি।ইন্টার মিয়ামির সত♐ীর্থদের সঙ্গে তিনি অনুশীলন শুরু করেছেন।যা বাড়িয়েছে তাঁর মাঠে ফেরার জল্পনা। কবে মাঠে ফিরছেন তিনি? কি অবস্থা রয়েছে তাঁর চোটের? এই নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে।
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর পর প্যারিসেও জিতলেন সোনা,এল 🅰আরও পদক
প্রসঙ্গত প্রাক্তন বার্সেলোনা ফুটবলার পায়ে চোট পান কোপা আমেরিকা চলাকালীন। কোপা আমেরিকা ফাইনাল চলাকালীন পায়ে চোট পান তিনি। খেলা যখন ০-০ অবস্থায় ছিল সেই সময়েই রীতিমতো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পা ফুলে যায়। এরপর ইন্টার মিয়ামির হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। আর্জেন্তিনার বিশ্বকাপ কোয়ালিফায়ারে চিলি এবং কলম্বিয়ার বিরুদ্ধে দলেও 🀅তাঁকে রাখা হয়নি। মেসির মাঠে ফেরার বিষয়ে এর আগে একটা ইঙ্গিত দিয়েছেন ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো।
আরও পড়ুন-বিরাটের সাফল্যে মুগ্ধ লক্ষ্য সেন! পদক হাতছাড়া হওয়ার পর বললে📖ন, ‘ওর মত হতে💞 চাই’…
তিনি জানিয়েছেন ' ও ধীরে ধীরে সেরে উঠছে। ꦛওঁর সেরে ওঠার প্রসেস এই মুহূর্তে ঠিকভাবেই চলছে। ওঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে এই মুহূর্তে আর্জেন্তিনার হয়ে খেলার কথা অবস্থায় ও নেই। এই মুহূর্তে ও ম্যাচ খাওয়ার পরিস্থিতিতে নেই। তবে প্রতিদিন ওঁর উন্নতি হচ্ছে। তবে ও ঠিক কবে মাঠে ফিরবে সেই বিষয়ে নিশ্চিত করে এক্ষুণি বলা সম্ভব নয়। ও মাঠে অনুশীলন শুরু করেছে। ও ঠিক কিরকম ফিল করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। দলের মেডিকেল দল ওঁর বিষয়টা নজর রাখছে। ওঁর অনুশীলনের উপর নজর রাখা হচ্ছে। তবে আমার মনে হয় ও খুব শীঘ্রই মাঠ🧜ে ফেরার লড়াই শুরু করবে।একটা চোটের শারীরিক দিক যেমন রয়েছে ঠিক তেমনি মানসিক দিক রয়েছে। দুটো দিকেই নজর দেওয়া গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়🃏েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।