শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। শেষ এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের মঞ্চে ভারতীয় ফুটবলের সব থেকে বড় বিজ্ঞাপন সুনীল। একার কাঁধে করে কার্যত তিনি ভারতীয় দলকে টেনেছেন। জিতিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার তাঁর অবসর নেওয়ার পালা। সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে কলকাতার মাটিতেই তিনি শ﷽েষ ম্যাচ খেলবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আগামী ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত মুখোমুখি হবে কুয়েতের। এই ম্যাচ খেলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন ৩৯ বছর বয়সের ‘তরুণ’ । তার আগে তাঁর এবং ভারতীয় দলের সমর্থকদের জন্য বেশ আবেগঘন বার্তা দিলেন তিনি। জাতীয় দলের পাশাপাশি খেলাটার প্রতিও যে তিনি ঋণী তা জানিয়েছেন সুনীল।
নিজের অবসরের আগে বুধবার নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিলেন তিনি। প্রসঙ্গত, মে মাসের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছিলেন তিনি। এই কুয়েত ম্যাচের জন্য ভারতীয় দল এত দিন অনুশীলন শিবির করছিল ওড়িশার ভুবনেশ্বরে। বুধবার তারা শহর কলকাতাতে পা রেখেছে। তাদের ঘিরে কলকাতা বিমানবন্দরে উচ্ছ্বাস ছিল দেখার মতো। এমন আবহেই ন♉িজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্লু টাইগার্সদের অধিনায়ক।
আরও পড়ুন: শেষ 💧পর্যন্ত জ🦩াভিকে বরখাস্তই করল বার্সেলোনা, জাভির পরিবর্ত সম্ভবত হ্যান্সি ফ্লিক
সুনীল লিখেছেন, ‘শেষের এই কয়েকটা দিন আমি বেশ দ্বিধায় ভুগছি। জা𝓰তীয় দলের হয়ে আমার আর হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমি ভাবছি ঠিক এই সময়ে কোন পথটা আমার জন্য সঠিক হবে। আমি কী এখন থেকে প্রতিটা দিন গুনব। প্রতিটা অনুশীলন সেশন গুনব! নাকি আমি মাথায় কোনও রকম কোনও চিন্তা ছাড়াই প্রতিদিন অনুশীলনে যোগ দেব! মাথায় কী এই চিন্তাটা রাখব না যে, এটা আমার শেষের দিন। সময়ের সঙ্গে সঙ্গে আমি মিডল গ্রাউন্ডটা খুঁজে পেয়েছি। ওরা বলে, আমার এখন সময় এসেছে, তোমাদের আশীর্বাদ গোনার। এখন যখন প্রতিটা দিন আমি মাঠে নামছি, তখন তা আমার কাছে আশীর্বাদের মতন। আমি কোন কিছুকেই হাল্কা ভাবে নিচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি এখন থেকে আমার অনুশীলন যে সেশন তা গুনব। আর তা করব তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই। আমার মনে আর কোনও ধরনের কোনও চিন্তা নেই। এই খেলাটার (ফুটবল) প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা ওদের প্রাপ্য। আমার পক্ষে যদি সম্ভব হত তাহলে আমি এই অনুভূতিটা একটা বাক্সবন্দি করে রাখতাম। অথবা এই অনুভূতিটা নিয়ে আম🎐ি প্রতিটা অনুশীলন সেশনে নামতাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।